ইনসাইড বাংলাদেশ

দুর্নীতি দূর করার মাধ্যমে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা সম্ভব: ড. কামাল উদ্দিন


প্রকাশ: 17/05/2023


Thumbnail

দুর্নীতি দূর করার মাধ্যমে দেশে আইনের শাসন ও সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব বলে মন্তব্য করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ।

তিনি বলেন, দুর্নীতি দূর করার মাধ্যমে দেশে যেমন গণতান্ত্রিক প্রেক্ষাপট সৃষ্টি হবে তেমনি আইনের শাসন ও সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব হবে। যা পক্ষান্তরে মানবাধিকার সুরক্ষার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে।

বুধবার(১৭ মে) সকাল সাড়ে ১০টায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ দূত অলিভিয়ার ডি শ্যুটারের সঙ্গে সাক্ষাতকালে এসব কথা বলেন জাতীয় মানবাধিকার কমিশন চেয়ারম্যান।

তিনি বলেন, ‘বিগত বিশ বছরের নিরীক্ষায় সুস্পষ্ট- দেশে সার্বিক দারিদ্র্য ৪৮.৯% থেকে প্রায় ৩০% এবং অতি দরিদ্রের হার ৩৪.৩% হতে ৫.৬% এ হ্রাস পেয়েছে তেমনি আশ্রয়ণ প্রকল্প, কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি, শিক্ষা উপবৃত্তি, মাতৃত্বকালীন ভাতা, বয়স্ক ভাতাসহ সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও সরকার কর্তৃক গৃহীত দারিদ্র্য বিমোচনের অন্যান্য কর্মসূচির সঠিক বাস্তবায়ন করা হচ্ছে। তবে, সাম্প্রতিক কোভিড মহামারির কারণে অনেকে চাকরি হারিয়ে বেকার হয়ে পড়েন। অন্যদিকে জলবায়ু পরিবর্তন ঝুঁকির ক্ষেত্রে আমাদের দেশ যেহেতু তালিকায় শীর্ষে রয়েছে, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবের কারণে অনেকেই দারিদ্র্য সীমার ওপরে উঠতে পারছে না’।

মানবাধিকার কমিশন চেয়ারম্যান আরও বলেন, দারিদ্র্য বিমোচনের অন্যান্য অন্তরায়ের মধ্যে একটি হলো দুর্নীতি, যা দূর করার জন্য সরকারের শীর্ষ মহল থেকে নানা প্রকার নির্দেশনা প্রদান করা হচ্ছে। দুর্নীতি দূর করার মাধ্যমে দেশে যেমন গণতান্ত্রিক প্রেক্ষাপট সৃষ্টি হবে তেমনি আইনের শাসন ও সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব হবে, যা পক্ষান্তরে মানবাধিকার সুরক্ষার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি মত প্রকাশ করেন।

জাতীয় মানবাধিকার কমিশনের উপ-পরিচালক ফারহানা সাঈদ জানান, সাক্ষাৎকালে অলিভিয়ার ডি শ্যুটার কমিশনের কার্যক্রম ও এখতিয়ার সম্পর্কে জানতে চান এবং দলিত, শ্রমিক ও চরম দরিদ্র জনগোষ্ঠীর অধিকার এবং বৈষম্য বিলোপ আইন বিষয়ে আলোচনা করেন। কমিশনের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে শ্যুটারকে অবহিত করেন কমিশন চেয়ারম্যান।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭