ওয়ার্ল্ড ইনসাইড

বাড়ি ঘিরে ফেলেছে পুলিশ, ফের গ্রেপ্তারের শঙ্কায় ইমরান খান


প্রকাশ: 17/05/2023


Thumbnail

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রধান ইমরান খান দাবি করেছেন, পুলিশ লাহোরে তার বাসভবন জামান পার্ক ঘিরে রেখেছে। যেকোনও সময় তাকে গ্রেপ্তার করে হেফাজতে নিয়ে যেতে পারে।

বুধবার (১৭ মে) সন্ধ্যায় জাতির উদ্দেশে ইউটিউব লাইভে দেয়া ভাষণে তিনি এই দাবি করেন।

ভাষণে ইমরান খান বলেছেন, আরেকবার তাকে গ্রেপ্তারের জন্য তার বাসভবন ঘিরে রেখেছে পুলিশ।

তিনি দাবি করেছেন, হয়তো আবার গ্রেপ্তারের আগে এটিই আমার সর্বশেষ টুইট বার্তা।

ইমরান খান বলেন, আজ আমি ভয় পাচ্ছি পাকিস্তান ধ্বংসের পথে রয়েছে। আমি আশঙ্কা করছি, আজ যদি সুবিবেচনার চর্চা না হয় তাহলে আমরা হয়তো এমন এক পর্যায়ে পৌঁছে যেতে পারি, যেখান থেকে ফেরা সম্ভব নাও হতে পারে।

এর আগে ইসলামাবাদ হাইকোর্ট ৩১ মে পর্যন্ত ইমরান খানকে নতুন মামলায় গ্রেপ্তার করা যাবে না বলে আদেশ দিয়েছে। আদালতের এমন আদেশের পর জাতির উদ্দেশে দেয়া ভাষণে তিনি এই দাবি করেন।

ইমরান খানের বাসভবন জামান পার্কে উপস্থিত থাকা সংবাদমাধ্যম ডন-এর প্রতিনিধি নিশ্চিত করেছেন, পাঞ্জাব পুলিশ সেখানে উপস্থিত হয়েছে। পুলিশ কর্মকর্তারা সাবেক এই প্রধানমন্ত্রীর বাসভবন ঘিরে রেখেছে।

তবে প্রতিবেদনে এখন পর্যন্ত পুলিশের কোনও মন্তব্য পাওয়া যায়নি।

এর আগে আটকের দুই দিন পর গত ১৩ মে ইমরান খান লাহোরের বাসভবনে ফিরেন।

৯ মে গ্রেপ্তার হওয়ার পর থেকে ছড়িয়ে পড়া সহিংসতা, সেনা মোতায়েন, ধর-পাকড় ও অবশেষে জামিন পাওয়ার মতো ঘটনার পর শুক্রবার রাতে বাসভবনে ফিরেন তিনি।

ইমরানের বাড়ি ফেরার খবরে সেখানে জড়ো হন হাজারো পিটিআই সমর্থক ও নেতাকর্মীরা। তারা স্লোগানে স্লোগানে অভিনন্দন জানান তাদের প্রিয় নেতাকে।

শুক্রবার (১২ মে) আল কাদির ট্রাস্ট মামলায় জামিন পান ইমরান খান। পাকিস্তানের ইসলামাবাদ হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তাকে দুই সপ্তাহের জন্য জামিন মঞ্জুর করেন।

এর আগে শুক্রবার দুপুরে আল-কাদির ট্রাস্ট দুর্নীতির মামলায় ইমরান খানকে আদালতে নেয়া হয়। ইসলামাবাদ হাইকোর্টের বিচারপতি মিয়াঁগুল হাসান আওরঙ্গজেব ও বিচারপতি সামান রাফাত ইমতিয়াজের শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন।

বৃহস্পতিবার ইসলামাবাদ হাইকোর্ট ইমরান খানের গ্রেপ্তারকে ‘বেআইনি’ বলে আখ্যায়িত করেন।

ইমরান খানকে হাজির করা উপলক্ষে ইসলামাবাদ হাইকোর্টে বাড়তি পুলিশ ও অন্যান্য বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়। আদালতের মূল ফটকে পেচানো কাঁটাতার ফেলে নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়।

এদিন আদালত কক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পিটিআই প্রধান জানান, গ্রেপ্তারের পরে ন্যাশনাল অ্যাকাউন্টেবলিটি ব্যুরোর (এনএবি) কর্মকর্তারা ল্যান্ডফোনের মাধ্যমে স্ত্রীর সঙ্গে তাকে কথার বলার অনুমতি দিয়েছিলেন।

গ্রেপ্তার হবেন ভেবেছিলেন কি না এমন এক প্রশ্নের জবাবে ইমরান খান বলেন, আমি শতভাগ নিশ্চিত ছিলাম, আমাকে গ্রেপ্তার করা হবে।

ইমরান খানের বাসভবন জামান পার্কে উপস্থিত থাকা সংবাদমাধ্যম ডন-এর প্রতিনিধি নিশ্চিত করেছেন, পাঞ্জাব পুলিশ সেখানে উপস্থিত হয়েছে। পুলিশ কর্মকর্তারা সাবেক এই প্রধানমন্ত্রীর বাসভবন ঘিরে রেখেছে।

তবে প্রতিবেদনে এখন পর্যন্ত পুলিশের কোনও মন্তব্য পাওয়া যায়নি।

এর আগে আটকের দুই দিন পর গত ১৩ মে ইমরান খান লাহোরের বাসভবনে ফিরেন।

৯ মে গ্রেপ্তার হওয়ার পর থেকে ছড়িয়ে পড়া সহিংসতা, সেনা মোতায়েন, ধর-পাকড় ও অবশেষে জামিন পাওয়ার মতো ঘটনার পর শুক্রবার রাতে বাসভবনে ফিরেন তিনি।

ইমরানের বাড়ি ফেরার খবরে সেখানে জড়ো হন হাজারো পিটিআই সমর্থক ও নেতাকর্মীরা। তারা স্লোগানে স্লোগানে অভিনন্দন জানান তাদের প্রিয় নেতাকে।

শুক্রবার (১২ মে) আল কাদির ট্রাস্ট মামলায় জামিন পান ইমরান খান। পাকিস্তানের ইসলামাবাদ হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তাকে দুই সপ্তাহের জন্য জামিন মঞ্জুর করেন।

এর আগে শুক্রবার দুপুরে আল-কাদির ট্রাস্ট দুর্নীতির মামলায় ইমরান খানকে আদালতে নেয়া হয়। ইসলামাবাদ হাইকোর্টের বিচারপতি মিয়াঁগুল হাসান আওরঙ্গজেব ও বিচারপতি সামান রাফাত ইমতিয়াজের শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন।

বৃহস্পতিবার ইসলামাবাদ হাইকোর্ট ইমরান খানের গ্রেপ্তারকে ‘বেআইনি’ বলে আখ্যায়িত করেন।

ইমরান খানকে হাজির করা উপলক্ষে ইসলামাবাদ হাইকোর্টে বাড়তি পুলিশ ও অন্যান্য বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়। আদালতের মূল ফটকে পেচানো কাঁটাতার ফেলে নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়।

এদিন আদালত কক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পিটিআই প্রধান জানান, গ্রেপ্তারের পরে ন্যাশনাল অ্যাকাউন্টেবলিটি ব্যুরোর (এনএবি) কর্মকর্তারা ল্যান্ডফোনের মাধ্যমে স্ত্রীর সঙ্গে তাকে কথার বলার অনুমতি দিয়েছিলেন।

গ্রেপ্তার হবেন ভেবেছিলেন কি না এমন এক প্রশ্নের জবাবে ইমরান খান বলেন, আমি শতভাগ নিশ্চিত ছিলাম, আমাকে গ্রেপ্তার করা হবে।

সূত্র: ডন


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭