ইনসাইড বাংলাদেশ

ভারত-বাংলাদেশ-নেপাল আঞ্চলিক শক্তি বাণিজ্যে সম্মত


প্রকাশ: 18/05/2023


Thumbnail

বাংলাদেশ, ভারত এবং নেপাল একটি ত্রিপক্ষীয় অংশীদারিত্ব প্রতিষ্ঠার জন্য বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে। যাতে তারা একে অপরের সাথে শক্তি বাণিজ্য করতে সক্ষম হয়। মঙ্গলবার (১৫ মে) বাংলাদেশের পটুয়াখালীতে দুই দেশের মধ্যে জ্বালানি সহযোগিতা সংক্রান্ত যুগ্ম সচিব পর্যায়ের পঞ্চম বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠকে প্রয়োজনীয় অনুমোদন পাওয়ার পর নেপাল থেকে বাংলাদেশে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানির লক্ষ্যমাত্রা নিয়ে দ্রুততম সময়ের মধ্যে তারা এ ব্যবসা শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ভারতীয় ভূখণ্ড নেপাল এবং বাংলাদেশ দুই দেশের মধ্যে পড়ে। তাই কাঠমান্ডু ও ঢাকার মধ্যে বিদ্যুতের দ্বিপাক্ষিক বাণিজ্য করতে ভারতীয় সমর্থন প্রয়োজন। নেপালের জ্বালানি, জলসম্পদ ও সেচ মন্ত্রী মঙ্গলবার রাতে এক বিবৃতিতে বলেছেন, ‘এর জন্য, দুই দেশের লক্ষ্য যত তাড়াতাড়ি সম্ভব ভারতসহ সংস্থাগুলির মধ্যে একটি ত্রিপক্ষীয় বিদ্যুৎ বিক্রয় চুক্তি স্বাক্ষর করা হবে। নেপাল ইলেকট্রিসিটি অথরিটি (এনইএ), বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড (বিপিডিবি) এবং ভারতের এনটিপিসি বিদ্যুৎ ব্যবসা নিগম লিমিটেড (এনভিভিএন) এর মধ্যে একটি ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষর করারও পরিকল্পনা রয়েছে।’ 

‘এনভিএনএন’ হলো প্রতিবেশী দেশগুলোর সাথে ক্রস বর্ডার শক্তি বাণিজ্যের জন্য ভারত সরকার কর্তৃক মনোনীত সংস্থা। নেপালের জ্বালানি মন্ত্রীর মুখপাত্র মধু ভেতুওয়াল ইন্ডিয়া ন্যারেটিভকে বলেছেন, ‘খুব শীঘ্রই এই ধরনের একটি ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষর করার চেষ্টা করা হবে- যাতে নেপাল আসন্ন আর্দ্র মৌসুমের (জুন-নভেম্বর) আগে বিদ্যুৎ রপ্তানি করতে পারে। এর ফলে তিনটি দেশের বিদ্যমান ট্রান্সমিশন অবকাঠামো ব্যবহার করে নেপাল থেকে বিদ্যুৎ রপ্তানির পরিকল্পনা বাস্তবায়ন করা যায়।’

‘এনইএ’ ইতিমধ্যে ভারতীয় কর্তৃপক্ষের কাছে একটি অনুরোধ পাঠিয়েছে, যাতে তারা ভারতের বিদ্যমান ট্রান্সমিশন অবকাঠামোর মাধ্যমে বাংলাদেশে ৫২.৪ মেগাওয়াট লিখু-৪ প্রকল্পের দ্বারা উৎপাদিত বিদ্যুৎ বিক্রির অনুমতি পায়। এই ধরনের প্রকল্পের বাস্তবায়ন হলে তিন দেশের বণিজ্যের উন্নয়ন এবং যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। 

সূত্র:  ইন্ডিয়া ন্যারেটিভ। 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭