ইনসাইড গ্রাউন্ড

বিশ্বকাপ দল নিয়ে তাড়াহুরো নেই বিসিবির, আসন্ন সিরিজগুলো দেখেই সিদ্ধান্ত


প্রকাশ: 20/05/2023


Thumbnail

বিশ্বকাপের এখনও কয়েক মাস বাকি। তবুও এখন থেকেই আলোচনার কেন্দ্রে বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড কেমন হবে। কিছু কিছু ক্ষেত্রে দল থেকে বেশি কৌতূহল সাত নম্বরে ব্যাট করবেন কে- তা নিয়ে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অবশ্য তাড়াহুড়ো করতে চাইছে না। বিশ্বকাপের আগে রয়েছে বেশ কয়েকটি সিরিজ। এই সিরিজগুলোতে প্লেয়ারদের পারফরম্যান্স দেখেই বিশ্বকাপ দল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

গতকাল (শুক্রবার) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সংবাদমাধ্যমের মুখোমুখি হন নান্নু। বিশ্বকাপ দল ঘোষণা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নেওয়া হবে না। আমাদের পরপর সিরিজ রয়েছে। আমরা এই সিরিজগুলো নিয়েই এগোচ্ছি। সেখান থেকেই তৈরি হবে সেরা একটি দল।’

জাতীয় দলের বাইরে যারা রয়েছেন তাদেরকেও বিবেচনায় রাখছে বিসিবি। নান্নুর ভাষায়, ‘আমাদের কিন্তু ২৪ জনের একটা পুল আছে। যেখানে (নুরুল হাসান) সোহানসহ আরও অনেক ক্রিকেটার আছে। যাকে যখন দরকার পড়ে তখন তাকে নেওয়া হয়েছে। আমাদের পুলের ক্রিকেটারদের কাউকে কিন্তু চোখের আড়াল করা হয়নি। তাই চিন্তার কোনও কারণ নেই।’

আপাতত প্রধান নির্বাচকের চোখ আফগানিস্তান সিরিজে। ঘরের মাঠে এই দলটির বিপক্ষে তিন ফরম্যাটেই সিরিজ খেলবে বাংলাদেশ। এই সিরিজ নিয়ে নান্নুর বক্তব্য, ‘আফগানিস্তানের বিপক্ষে তিন ফরম্যাটেই আমরা খেলবো। তাই দল গোছানোর কাজ করছি। সামনের সপ্তাহে দল ঘোষণা করা হবে। ২৯ তারিখ (মে) থেকে অনুশীলনও শুরু হবে। সেটা নিয়েই চিন্তাভাবনা করছি।’

বিশ্বকাপ দল নিয়ে কোনও ভাবনা? প্রধান নির্বাচক বললেন, ‘বিশ্বকাপ নিয়ে এখন আমি কিছুই বলতে পারবো না। কারণ এখনও চার মাস বাকি। বিশ্বকাপের দল নিয়ে এখন আমরা ভাবছি না।’



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭