ইনসাইড ট্রেড

আমদানির খবরে ফরিদপুরে পেঁয়াজের বাজার ধস


প্রকাশ: 20/05/2023


Thumbnail

দেশের অন্যতম পেঁয়াজ উৎপাদনকারী জেলা ফরিদপুর। এক দিনের ব্যবধানেই হঠাৎ করে ফরিদপুরের পাইকারি বাজারগুলোতে পেঁয়াজের দাম কমেছে ১৫ থেকে ২০ টাকা প্রতি কেজিতে। গতকাল ভালো মানের এক কেজি দেশি পেয়াজ বিক্রি হয়েছে ৬৫ থেকে ৭০ টাকা কিন্তু একদিনের ব্যবধানে বড় ধরনের দরপতন হয়েছে।

২০ মে শনিবার বেশকিছু পাইকারি বাজারে প্রতি কেজি ভালো মানের দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে ৫০ থেকে ৫৫ টাকা। সাধারণ ক্রেতাদের মধ্যে স্বস্তি ফিরলেও হঠাৎ এ দরপতনে হতাশ পেঁয়াজ চাষীরা।

পেঁয়াজের বাজারে হঠাৎ দরপতনের কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন, বাণিজ্যমন্ত্রী গতকাল বলেছেন দাম না কমলে দুএকদিনের মধ্যে ভারত থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দেয়া হবে। এই খবরে দাম কমার আশঙ্কায় অতিরিক্ত পেঁয়াজ বাজারে ওঠায় দরপতন। কয়েকজন পেঁয়াজ বিক্রেতা জানান, বাজারে প্রচুর পরিমান পেঁয়াজ ওঠায় ব্যবসায়ীরা সুযোগ নিচ্ছে। গতকাল যে পেঁয়াজ বিক্রি হয়েছে ৭০ টাকা কেজি আজ সেটা ৫০ টাকা। এক দিনের ব্যবধানে দাম কমেছে কেজি প্রতি ২০ টাকা। এভাবে চলতে থাকলে কৃষকদের বেহাল দশা।

কয়েকজন কৃষক বলেন, সরকার এখন যদি ভারতীয় পেঁয়াজ আমদানির অনুমতি দেয় তাহলে ফরিদপুরের চাষিদের মাথায় হাত। উৎপাদন খরচ বৃদ্ধি, বৃষ্টির কারণে পেঁয়াজের উৎপাদন ব্যহত হওয়া এবং প্রচুর পরিমাণে পচন ধরায় ইতোমধ্যে আমরা লোকসানে আছি। একটু দাম বাড়ায় কিছুটা স্বস্তি হলেও হঠাৎ দরপতনে আমরা চোখে অন্ধকার দেখছি। পেঁয়াজ বিক্রি করে সংসারের খরচ জোগানো, আগের ঋণ পরিশোধ করা এবং পাটের আবাদের খরচ জোগাতে আমরা হিমশিম খাচ্ছি আর দ্রব্যমূল্যের উর্ধগতি আছেই। এই অবস্থায় সরকারের কাছে আমাদের দাবি আপাতত পেঁয়াজ আমদানির অনুমতি না দেয়া। খবরে দেখি ঢাকায় পেঁয়াজ ৮০ টাকা কিন্তু আমরা বিক্রি করছি ৫০ থেকে ৫৫ টাকা। কৃষকরা যেন ভালো দাম পায় সেই ব্যবস্থা করা দরকার।

উল্লেখ্য, কৃষকদের পেঁয়াজের সঠিক মূল্য পাওয়া জন্য গত মার্চের ১৫ তারিখ থেকে পেঁয়াজ আমদানি বন্ধ করার পর থেকে আস্তে আস্তে বাজার বাড়তে থাকায় কৃষকরা পেঁয়াজের ভালো দাম পাচ্ছিলো। কিন্তু হঠাৎ করেই দরপতন হওয়ায় ফরিদপুরের কৃষকদের মধ্যে হতাশা বিরাজ করছে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭