ইনসাইড গ্রাউন্ড

আইপিএল গ্রুপ পর্ব শেষ, এবার পালা প্লে-অফ ও ফাইনালের


প্রকাশ: 22/05/2023


Thumbnail

জমজমাটি ১৬তম আইপিএলের গ্রুপ পর্ব শেষ। আর বাকি রয়েছে প্লে অফ ও ফাইনাল। তা হলেই পাওয়া যাবে এ বারের চ্যাম্পিয়নদের। গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের শেষে পাওয়া গিয়েছে প্লে অফে ওঠা ৪টি দলকে। 

সবার প্রথমে প্লে অফের টিকিট পায় গতবারের আইপিএল চ্যাম্পিয়ন হার্দিক পান্ডিয়ার গুজরাত টাইটান্স। এরপর দ্বিতীয় দল হিসেবে প্লে অফে এন্ট্রি হয় মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের। দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে পয়েন্ট টেবলের দ্বিতীয় স্থান অর্জন করে সিএসকে। এরপর ইডেনে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে তৃতীয় দল হিসেবে প্লে অফে প্রবেশ করে লখনৌ সুপার জায়ান্টস। 

রবিবার মুম্বাই ও আরসিবি দু’টি দলেরই ম্যাচ ছিল। দিনের প্রথম ম্যাচের পর সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে চার নম্বরে পৌঁছে যায় রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স। তারপর মুম্বইয়ের নজর ছিল আরসিবি বনাম গুজরাট ম্যাচে। ওই ম্যাচে আরসিবি জিতে গেলে মুম্বইয়ের প্লে অফের স্বপ্নভঙ্গ হত। যদিও তা হয়নি। গুজরাটের কাছে আরসিবি ৬ উইকেটে হেরে যাওয়ায় প্লে অফের চতুর্থ দল হিসেবে যোগ্যতা অর্জন করে ফেলে মুম্বই। এ বার প্লে অফে হার্দিক বনাম ধোনি, ক্রুণাল বনাম রোহিত দ্বৈরথ দেখা যাবে। 

আইপিএলের প্লে অফের নিয়ম অনুযায়ী, প্রথম কোয়ালিফায়ারে যে দল জিতবে তারা সরাসরি পৌঁছে যাবে টুর্নামেন্টের ফাইনালে। এরপর হবে এলিমিনেটর। সেখানে যে দল হারবে তারা টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে। এলিমিনেটরের জয়ী দল খেলবে প্রথম কোয়ালিফায়ারে হেরে যাওয়া দলের সঙ্গে। এরপর দ্বিতীয় কোয়ালিফায়ারে যারা জিতবে তারা ফাইনাল খেলবে প্রথম কোয়ালিফায়ারে জেতা দলের সঙ্গে।

আইপিএল-২০২৩ এর প্লে অফ এবং ফাইনালের সূচি

১) ২৩ মে – কোয়ালিফায়ার ১ (গুজরাত টাইটান্স বনাম চেন্নাই সুপার কিংস), ভেনু – এমএ চিদাম্বরম স্টেডিয়াম, চেন্নাই (সময় – সন্ধ্যা ৭.৩০ মিনিট)

২) ২৪ মে – এলিমিনেটর (লখনৌ সুপার জায়ান্টস বনাম মুম্বাই ইন্ডিয়ান্স), ভেনু – এমএ চিদাম্বরম স্টেডিয়াম, চেন্নাই (সময় – সন্ধ্যা ৭.৩০ মিনিট)

৩) ২৬ মে – কোয়ালিফায়ার ২ (এলিমিনেটরের বিজয়ী দল বনাম কোয়ালিফায়ার ১ এর পরাজিত দল), ভেনু – নরেন্দ্র মোদি স্টেডিয়াম, আহমেদাবাদ (সময় – সন্ধ্যা ৭.৩০ মিনিট)

৪) ২৮ মে – ফাইনাল (কোয়ালিফায়ার ১ এর বিজয়ী দল বনাম কোয়ালিফায়ার ২ এর বিজয়ী দল), ভেনু – নরেন্দ্র মোদি স্টেডিয়াম, আহমেদাবাদ (সময় – সন্ধ্যা ৭.৩০ মিনিট)



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭