ওয়ার্ল্ড ইনসাইড

ইসরাইলি হামলায় তিন ফিলিস্তিনি নিহত


প্রকাশ: 22/05/2023


Thumbnail

ফিলিস্তিনের পশ্চিম তীরে নাবলুস শহরে ইসরায়েলি বাহিনীর গুলিতে তিনজন ফিলিস্তিনি নিহত ছয়জন আহত হয়েছে।

সোমবার (২২ মে) ভোরে একটি ফিলিস্তিনি শরণার্থী শিবিরে এই হামলা চালানোর পর ভয়াবহ সংঘর্ষ ছড়িয়ে পড়ে বলে জানা যায়। খবর: এএফপি।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে জানায়, পশ্চিম তীরের নাবলুসে বালাতা ফিলিস্তিনি শরণার্থী শিবিরে রাতভর অভিযান চালায় ইসরায়েলি সেনাবাহিনী। অভিযানে মুহাম্মদ আবু জায়তুন (৩২), ফাতি আবু রিজক (৩০) আব্দুল্লাহ আবু হামদান (২৪) নামে তিন ফিলিস্তিনি তরুণ নিহত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ইসরায়েলি সৈন্যরা মধ্যরাতে ফিলিস্তিনি শরণার্থী শিবিরে হামলা চালালে ফিলিস্তিনিদের সঙ্গে তাদের সংঘর্ষ শুরু হয়।

প্রসঙ্গত গত জানুয়ারিতে ইসরায়েলি সৈন্যদের সাথে সংঘর্ষে ১৫৬ ফিলিস্তিনি নিহত হওয়ার পর থেকে ইসরায়েল ফিলিস্তিনের মধ্যে উত্তেজনা ক্রমশ বেড়েই চলছে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭