ওয়ার্ল্ড ইনসাইড

বাখদুম দখল করে নতুন নাম দিয়েছে রাশিয়া


প্রকাশ: 24/05/2023


Thumbnail

আগামী ১ জুনের মধ্যে ইউক্রেনের বাখমুত শহর রুশ সেনাদের কাছে হস্তান্তর করবে বলে প্রতিজ্ঞা করেছে রাশিয়ার ভাড়াটে ওয়াগনার বাহিনীর প্রধান। স্বঘোষিত দোনেৎস্ক পিপলস রিপাবলিকের ভারপ্রাপ্ত প্রধান দেনিস পুশিলিন ইউক্রেনীয় শহর বাখমুত পরিদর্শন করেছেন। এর নতুন নাম দিয়েছেন আর্টেমোভস্ক।

মঙ্গলবার (২৩ মে) স্বঘোষিত দোনেৎস্ক পিপলস রিপাবলিকের ভারপ্রাপ্ত প্রধান ইউক্রেনীয় শহর বাখমুত পরিদর্শনে যান। তিনি বলেন, এটি এখন তার সাবেক সোভিয়েত নাম আর্টেমোভস্ক নামে পরিচিত হবে। খবর সিএনএনের।

তিনি আরও বলেন, বাখমুতের দুর্ভাগ্য ছিল ইউক্রেনীয় হওয়ার। এখন এটি ইউক্রেন নয়, এটি রাশিয়া। এবং এটি বাখমুত নয়— এটি আর্টেমোভস্ক।

ভিডিওটিতে দেখা গেছে, পুশিলিন সামরিক ইউনিফর্মে ভারি ক্ষতিগ্রস্ত শহরের রাস্তায় হাঁটছেন এবং একটি ভবনে দোনেৎস্ক পিপলস রিপাবলিকের পতাকা লাগিয়েছেন। তিনি আরও দাবি করেন, বাখমুতের দখল রুশ বাহিনীর জন্য ইউক্রেনে আরও লাভের পথ খুলে দেবে।

পুশিলিন বলেন, আর্টেমোভস্ক শহরটি নতুনভাবে সংস্কার করা হবে। নতুন বাড়ি, কর্মক্ষেত্র এবং স্কুল তৈরি করার প্রতিশ্রুতি দেন। 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭