ইনসাইড এডুকেশন

জাবির ভর্তি পরীক্ষা শুরু ১৮ জুন


প্রকাশ: 25/05/2023


Thumbnail

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা শুরু হবে ১৮ জুন। পরীক্ষা শেষ হবে ২২ জুন। শিফট পদ্ধতিতে এ বছরও পরীক্ষা অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্যসচিব ও ডেপুটি রেজিস্টার (শিক্ষা) আবু হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বছরও শিফট পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে ছেলে ও মেয়েদের আলাদা শিফটে পরীক্ষা নেওয়ার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। কিছু জটিলতা থাকায় আমরা পরে আলোচনা করব। পরীক্ষার্থীদের কথা চিন্তা করে ক্যাম্পাসের ভেতরে পরীক্ষা নেওয়া হবে।

ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া চলতি মাসের ৯ তারিখ থেকে শুরু হয়। চলবে আগামী ৩১ মে পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে গিয়ে শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

এছাড়া ভর্তি পরীক্ষার ইউনিটভিত্তিক যোগ্যতা, নম্বর বণ্টন ও ভর্তি পরীক্ষা সম্পর্কিত বিস্তারিত তথ্য (juniv-admission.org) ওয়েবসাইটে পাওয়া যাবে।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭