ইনসাইড বাংলাদেশ

অনেক নাটকীয়তার পর গাজীপুরে জিতলেন জাহাঙ্গীরের মা


প্রকাশ: 26/05/2023


Thumbnail

গাজীপুর সিটি করপোরেশনের নতুন মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন সাবেক মেয়র এবং আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত নেতা জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুন। তিনি ২,৩৮,৯৩৪ ভোট পেয়ে মেয়র হিসেবে নির্বাচিত হন। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আজমত উল্লা খান পেয়েছেন ২,২২,৭৩৭ ভোট। 

নানা কারণে গাজীপুর সিটি করপোশনের নির্বাচন ছিলো গুরুত্বপূর্ণ। এ নির্বাচনে আওয়ামী লীগের জন্য জয়ী হওয়াটা যেমন গুরুত্বপূর্ণ ছিলো, তেমনি গাজীপুরে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনও জরুরী ছিলো।

আজ সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ইভিএমে টানা ভোটগ্রহণ চলে। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে এ  ভোট হয়েছে। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য মতে, গাজীপুরে সিটি নির্বাচনে ৫০ শতাংশ ভোট পড়েছে এবং উৎসরমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পর্ণ হয়েছে।

উল্লেখ্য, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মোট ভোটার ১১ লাখ ৭৯ হাজার ৪৬৩ জন। পুরুষ ৫ লাখ ৯২ হাজার ৭৬২ জন, ৫ লাখ ৮৬ হাজার ৬৯৬ জন নারী এবং ট্রান্সজেন্ডার ১৮ জন ভোটার।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭