ইনসাইড গ্রাউন্ড

সরে যাওয়ার ঘোষণা দিলেন নারী ফুটবল দলের কোচ ছোটন


প্রকাশ: 26/05/2023


Thumbnail

দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন নারী ফুটবল দলের কোচ গোলাম রব্বানী ছোটন। কয়েক দিনের মধ্যেই নিজের সিদ্ধান্তের কথা ফুটবল ফেডারেশনকে চিঠি দিয়ে জানাবেন ছোটন। 

ছোটন জানিয়েছেন, চলতি মাসের পর (৩১ মে) তিনি আর জাতীয় নারী ফুটবল দলের দায়িত্বে থাকছেন না। 

ছোটন বলেছেন, ‘চলতি মাসের ৩১ তারিখ পর্যন্ত আছি। গত সাত-আট বছর অক্লান্ত পরিশ্রম করেছি। পারিবারিক জীবন, ব্যক্তিগত জীবনে সময় দিতে পারিনি। কেবল যাওয়া-আসার মধ্যে ছিলাম। একের পর এক টুর্নামেন্টে যে শারীরিক-মানসিক চাপ সেটা থেকে আমার বিশ্রাম দরকার।’

উল্লেখ্য, ২০০৯ সাল থেকে নারী দলের দায়িত্ব সামলাচ্ছেন ছোটন। ২০১৭ সাল থেকে বয়সভিত্তিক সাফের বেশ কয়েকটি টুর্নামেন্টে ফাইনালে নিয়ে গেছেন দলকে। ২০১৭ সালে সাফ অনূর্ধ্ব-১৫, ২০১৮ সালে সাফ অনূর্ধ্ব-১৮, ২০২১ সালে সাফ অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। 


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭