ইনসাইড গ্রাউন্ড

ইতিহাস গড়ে চতুর্থ শিরোপা জিতল বসুন্ধরা কিংস


প্রকাশ: 26/05/2023


Thumbnail

বাংলাদেশের ফুটবলে এখন বসুন্ধরা কিংসের একক আধিপত্য। গত তিন বছর ধরেই প্রিমিয়ার লিগ ফুটবলের শিরোপা জিতে আসছিল দলটি। এবার চতুর্থ শিরোপা জিতে রেকর্ড গড়ল অস্কার ব্রুজনের শিষ্যরা।

শুক্রবার শেখ রাসেলকে ৬-৪ হারিয়ে বিপিএল ফুটবলে টানা চতুর্থবার চ্যাম্পিয়ন হয়েছে বসুন্ধরা কিংস। কিংসের ব্রাজিলিয়ান স্ট্রাইকার ডরিয়েল্টন একাই করেছেন চার গোল।

এবার কিংসের শিরোপা নিশ্চিত হয়েছে তিন ম্যাচ হাতে রেখেই।  ১৭ ম্যাচে ১৫ জয়ে ৪৬ পয়েন্ট অস্কার ব্রুজন শিষ্যদের। দ্বিতীয় স্থানে থাকা আবাহনীর পয়েন্ট ৩৪।  
নিজেদের মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে বসুন্ধরা। তারই ধারাবাহিকতায় ম্যাচের ৭ মিনিটে এগিয়ে যায় ব্রুজনের শিষ্যরা। ২৬ মিনিটে সমতায় ফেরে শেখ রাসেল। ৩৮ মিনিটে দীপক রায়ের গোলে এগিয়েও যায় রাসেল।
  
প্রথমার্ধের যোগ করা সময়ে গোল করে দলকে সমতায় ফেরান কিংসের অধিনায়ক রবসন রবিনহো। দুই মিনিট পর যোগ করা সময়েই আবারও কিংসের গোল। মোরসালিনের গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় কিংস।  
 
দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার আরও বাড়ায় কিংস। ৫০ এবং ৬৫ মিনিটে গোল করে হ্যাটট্রিক পূরণ করেন ডরিয়েলটন। ৬৯ মিনিটে কেনেথ ইকেচুকুর গোল ব্যবধান কমায় রাসেল। ৭৬ মিনিটে নিজের চতুর্থ এবং দলের হয়ে ছয় নম্বর গোলটি করেন ডরিয়েলটন। ম্যাচের ৮৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যাবধান কমান কেনেথ ইকেচুকু।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭