ইনসাইড গ্রাউন্ড

আইপিএল ফাইনাল আজ


প্রকাশ: 28/05/2023


Thumbnail

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৬তম আসরের ফাইনাল আজ। ১০ দলের এ আসরে রাউন্ড রবিন লিগ ও প্লে-অফের লড়াই শেষে এখন শিরোপার সামনে শুধু দুই দল—চেন্নাই সুপার কিংস ও গুজরাট টাইটানস। আজ আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় শিরোপা নির্ধারণী ম্যাচে লড়বে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই ও হার্দিক পান্ডিয়ার গুজরাট।

গত আসরে এই ভেন্যুতেই রাজস্থান রয়েলসকে ৭ উইকেটে হারিয়ে আইপিএলে প্রথমবারের মতো অংশ নিয়ে শিরোপা জিতে নেয় গুজরাট। আজ সেই একই মাঠে প্রতিপক্ষ হিসেবে গুজরাট পাচ্ছে চারবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসকে।

প্রথম কোয়ালিফায়ার গুজরাটকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় চেন্নাই। গুজরাটের সামনে আজ প্রতিশোধ নেয়ার সুযোগ। গতবার অভিষেক আসরেই ফাইনালে রাজস্থান রয়্যালসকে হারিয়ে শিরোপা জিতে নেয় হার্দিকের গুজরাট।

উল্লেখ্য, শুক্রবার রাতে পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাইকে ৬২ রানে হারিয়ে ফাইনালে ওঠে গুজরাট। শুভমান গিল ৬০ বলে ১২৯ রানের বিস্ফোরক ইনিংস খেলে গুজরাটের জয়ের নায়ক। চলতি আসরে তিনটি সেঞ্চুরি করলেন তিনি। চলতি আসরের সর্বোচ্চ ৮৫১ রান শুভমান গিলের, সর্বোচ্চ উইকেট একই দলের মোহাম্মদ শামির (২৮ উইকেট)। একই দলের রশিদ খান নিয়েছেন ২৭ উইকেট।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭