ইনসাইড টক

‘আমার বিশ্বাসের জায়গাটা ভঙ্গ হয়েছে’


প্রকাশ: 28/05/2023


Thumbnail

‘নির্বাচন সুষ্ঠু হয়েছে, মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছে। যারা অপপ্রচার করেছিল, মিথ্যাচার করেছিল যে, এই সরকারের আমলে ভোটাররা ভোটকেন্দ্রে যায় না। অতীতেও তাদের সে কথা মিথ্যা প্রমাণিত হয়েছে। গাজীপুরের নির্বাচনে সেটা আরও মিথ্যা প্রমাণিত হলো যে, তারা যে অপ্রপচার করেছে, ষড়যন্ত্র করেছে, নির্বাচন অবাধ হয় না, সুষ্ঠু হয় না, গণতন্ত্রের মানসকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের অধীনে- সেটা জনগণ ভোটকেন্দ্রে গিয়ে তাদের এই মিথ্যাচারের দাঁতভাঙ্গা জবাব দিয়েছে। তাদের মিথ্যাচার, ষড়যন্ত্রের জবাব দিয়েছে।’- বলছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন।      

সম্প্রতি সম্পন্ন হয়েছে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন। এই নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আজমত উল্লা খান ১৬ হাজারের বেশি ভোটে পরাজিত হয়েছেন। বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত নেতা, গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুন। কিন্তু এই নির্বাচনে আওয়ামী লীগের হেভিওয়েট নেতা, মন্ত্রী  আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছিলেন, নির্বাচনে সমন্বয়কের দায়িত্ব পালন করেছিলেন। এতো কিছুর পরও কেন পরাজিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আজমত উল্লা খান? সর্বোপরি গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন কেমন হয়েছে?- এসব বিষয়ে কথা হয় বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন -এর সঙ্গে। তিনি জানিয়েছেন গাজীপুর সিটি নির্বাচন বিষয়ে বিভিন্ন প্রসঙ্গ। পাঠকদের জন্য এস এম কামাল হোসেন -এর সাক্ষাৎকার নিয়েছেন বাংলা ইনসাইডারের বিশেষ প্রতিনিধি আল মাসুদ নয়ন। 

গাজীপুর নির্বাচনে আজমত উল্লা সাহেবের পরাজয়ের কারণ কি? - এমন প্রশ্নের উত্তরে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেন, ‘এটা আমরা আমাদের দলীয় ফোরামে আলোচনা করে জানাবো। যারা ওইখানে টিম লিডার ছিল, সমন্বয়কারী ছিল, তারা এটা মূল্যায়ন করবেন, মূল্যায়ন করার পরে এ বিষয়ে আমরা জানাবো।’ 

‘আপনি কি মনে করেন দলীয় যে শীর্ষ নেতারা এই নির্বাচনের সাথে সম্পৃক্ত ছিলেন, তাদের কি কোনো ধরনের অবহেলা, কোনো ধরনের গাফিলতি কিংবা শুধু দলীয় নেতা-কর্মীদের ওপরই এই নির্বাচন নিয়ে নির্ভর করা- এসব কারণে কি আওয়ামী লীগ প্রার্থীর পরাজয় ঘটতে পারে বলে আপনি মনে করেন?’- এমন প্রশ্নে এস এম কামাল হোসেন বলেন, ‘আমি মনে করি জননেত্রী শেখ হাসিনার যে উন্নয়নের মহাযজ্ঞ- বাংলাদেশের জনগণের কল্যাণে যা করেছেন, সেই ক্ষেত্রে জননেত্রী শেখ হাসিনার প্রতি মানুষের যে আস্থা, ভালোবাসা আছে, আমরা যদি তৃণমূলের কর্মীরা ঐক্যবদ্ধ থাকি, তাহলে নৌকাকে কেউ হারাতে পারবে না। এটা হচ্ছে আমার ধারণা। সেই ক্ষেত্রে এখানে কি হয়েছে, তা টিম লিডার বা সমন্বকারী- তা জবাব দিবে।’

‘গাজীপুরে জাহাঙ্গীর আলম তার মায়ের নির্বাচনের সমন্বয়কারী ছিলেন তিনি নিজে, একজন একক একা মানুষ, তিনি আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত একজন নেতা। বিগত সময়ে গাজীপুরের অনেক উন্নয়ন হয়েছে, সেটা জাহাঙ্গীর আলম মেয়র থাকাকালীন সময়েই হয়েছে। আওয়ামী লীগের সময়েই গাজীপুরের এই উন্নয়ন সাধন হয়েছে। এদিকে আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে অনেক বয়জেষ্ঠ্য নেতারা সেখানে নির্বাচনী প্রচারে থাকা সত্বেও জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুন কেন পাশ করলেন, এ বিষয়ে কিছু বলবেন কি?’- এমন প্রশ্নে তিনি বলেন, ‘এ বিষয়ে বললাম তো- টিম লিডার মন্তব্য করবে। এ বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না।’

‘কেন পাশ করলেন জাহাঙ্গীর আলমের মা?’- প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘জনগণ ভোট দিয়েছে, তাই পাশ করেছে।’

‘সেই ক্ষেত্রে ওয়ার্ড কাউন্সিলর কিংবা আওয়ামী লীগের কোনো নেতাদের পেছন থেকে গোপনে কোনো ইন্ধন আছে কি না?’- প্রশ্নে তিনি বলেন, ‘বললাম তো, ওইখানকার যে সমন্বয়কারী মির্জা আজম সাহেব, তিনি এই ব্যাপারে একটা রিপোর্ট দিবেন, সেই রিপোর্টের আলোকে তখন কথা বলব।’

তিনি বলেন, ‘আমি শুধু একটা কথা বলতে পারি, আমার যে বিশ্বাস, সেই বিশ্বাসের জায়গা থেকে- আমি মনে করি,আমার বিশ্বাসের জায়গাটা ভঙ্গ হয়েছে।’


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭