কালার ইনসাইড

সেরা অভিনেতা-অভিনেত্রী হৃতিক-আলিয়া


প্রকাশ: 28/05/2023


Thumbnail

শনিবার (২৭ মে) সংযুক্ত আরব আমিরাতে বসেছিল বলিউডের অন্যতম মর্যাদাসম্পন্ন পুরস্কার ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি (আইফা) অ্যাওয়ার্ডসের ২৩তম আসর। যেখানে ঘোষিত হয়েছে এবারের সেরাদের তালিকা।

এবছর সেরা ছবির পুরস্কার জিতে নিয়েছে অজয় দেবগণের ‘দৃশ্যম টু’। এছাড়াও ‘বিক্রম বেদা’ সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন হৃতিক রোশন। অপরদিকে ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ সিনেমার জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন আলিয়া ভাট।

জাঁকজমকপূর্ণ এবারের আসরে যোগ দিয়েছিলেন বলিউডের একঝাঁক তারকা। এ তালিকায় রয়েছেন অভিষেক বচ্চন, ভিকি কৌশল, রাকুল প্রীত সিং, সালমান খান, কৃতি শ্যানন, বরুণ ধাওয়ান, নোরা ফাতেহি, জ্যাকলিন ফার্নান্দেজ প্রমুখ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন অভিষেক বচ্চন ও ভিকি কৌশল। এক নজরে দেখে নেয়া যাক আইফা অ্যাওয়ার্ডস ২০২৩-এর বিজয়ীদের তালিকা।

সেরা অভিনেতা: হৃতিক রোশন (বিক্রম বেদা)
সেরা অভিনেত্রী: আলিয়া ভাট (গাঙ্গুবাই কাথিয়াওয়ারি)
সেরা সিনেমা: দৃশ্যম-টু
সেরা পরিচালক: আর মাধবন (রকেট্রি: দ্য নাম্বি ইফেক্ট)
সেরা প্লেব্যাক গায়ক: অরিজিৎ সিং (ব্রহ্মাস্ত্র সিনেমার কেশরিয়া গানের জন্য)
সেরা প্লেব্যাক গায়িকা: শ্রেয়া ঘোষাল (ব্রহ্মাস্ত্র সিনেমার রসিয়া গানের জন্য)
সেরা গীতিকার: অমিতাভ ভট্টাচার্য (ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান সিনেমার কেশরিয়া গানের জন্য)
সেরা সংগীত পরিচালক: প্রীতম (ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান সিনেমার জন্য)
সেরা নবাগত অভিনেতা: শান্তনু মহেশ্বরী (গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি) এবং বাবিল খান (কালা)
সেরা নবাগত অভিনেত্রী: খুশিলী কুমার (ধোকা অ্যারাউন্ড দ্য কর্নার)
সেরা সহ-অভিনেতা: অনিল কাপুর (জুগজুগ জিয়ো)
সেরা সহ-অভিনেত্রী: মৌনি রায় (ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান)



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭