কালার ইনসাইড

মুসলিমদের ঘৃণা করা আজকাল ফ্যাশনে পরিণত হয়েছে: নাসিরুদ্দিন শাহ


প্রকাশ: 30/05/2023


Thumbnail

বলিউড অভিনেতা নাসিরুদ্দিন শাহ এক সাক্ষাৎকারে সম্প্রতি বিস্ফোরক মন্তব্য করেছেন। বলেছেন ক্ষমতাসীনরা ‘সুকৌশলে’ মানুষের মনে ‘মুসলিম বিদ্বেষ’ ঢুকিয়ে দিচ্ছেন। বিষয়টি উদ্বেগজনক বলে মনে করছেন অভিনেতা।

ইন্ডিয়ান এক্সপ্রেসে দেয়া সাক্ষাৎকারে নাসিরুদ্দিন শাহ সম্প্রতি বলেছেন, বর্তমান সময়টা উদ্বেগজনক। নানা বাহানায় মুসলিমবিরোধী চিন্তা ও ধ্যানধারণা মগজের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। সামাজিক জীবনেও তার প্রতিফলন ঘটছে প্রতিনিয়ত। মুসলিমদের ঘৃণা করা আজকাল ফ্যাশনে পরিণত হয়েছে, এমনকি শিক্ষিতদের মাঝেও। ক্ষমতাসীন দল সুকৌশলে বিষয়টি নার্ভে গেঁথে দিচ্ছে। আমরা ধর্মনিরপেক্ষতার কথা বলি, গণতন্ত্রের কথা বলি। তাহলে সব কিছুর মধ্যে ধর্ম টানছেন কেন?

অভিনেতা আরও বলেন, তিনি আরো বলেন, যারা ধর্মকে ব্যবহার করে ভোট গ্রহণ করছে তাদের ক্ষেত্রে নির্বাচন কমিশন নীরব দর্শকের ভূমিকা পালন করছে। তিনি মনে করেন যে একজন মুসলিম নেতা যদি ‘আল্লাহু আকবর’ বলে ভোট চাইতেন তাহলে তাকে সম্পূর্ণ ধ্বংস করে ফেলা হতো।

অভিনেতা আরও বলেন, প্রধানমন্ত্রী নিজেও তো ধর্মের নামে ভোট চান। যদিও সাম্প্রতিক নির্বাচনে হেরে গিয়েছেন তিনি।

ভারতের সরকার সম্পর্কে এর আগেও মুখ খুলেছেন নাসিরুদ্দিন শাহ। অভিনেতা আশা করেন একদিন এই ঘৃণার রাজনীতি বন্ধ হবে।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭