কালার ইনসাইড

নাট্যনির্মাতা মোহন খান আর নেই


প্রকাশ: 31/05/2023


Thumbnail

না ফেরার দেশে চলে গেলেন প্রখ্যাত নাট্যনির্মাতা মোহন খান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার (৩০ মে) দিবাগত রাত ১২টার সময় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

মোহন খানের বয়স হয়েছিল ৬৫ বছর। ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মাসখানেকের বেশি সময় ধরে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন তিনি।  মোহন খানের গ্রামের বাড়ি নরসিংদী জেলায়। তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

ডিরেক্টর' গিল্ডের সাধারণ সম্পাদক এস এম কামরুজ্জামান সাগর মোহন খানের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তিনি বলেন, ডিরেক্টর' গিল্ডের সম্মানিত সদস্য, কথাসাহিত্যিক, নাট্যকার নাট্য  নির্মাতা মোহন খান ইন্তেকাল করেছেন। বুধবার বাদ জোহর লালমাটিয়া জামে মসজিদ (বিবি মসজিদ) প্রাঙ্গণে মোহন খানের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে।

 

দেশের নাট্য অঙ্গনে মোহন খানের বিচরণ ছিল তিন দশকেরও বেশি সময় ধরে। তিনি ১৯৮৮ সাল থেকে নাটক নির্মাণ শুরু করেন। পাশাপাশি নাটক রচনাতেও মুন্সীয়ানা দেখিয়েছেন তিনি। তাঁর পরিচালিত প্রথম নাটক ‘আমার দুধমা’ বিটিভিতে প্রচার হয়। তাঁর লেখা ও পরিচালনায় নাটক ‘সমুদ্রে গাঙচিল’, ‘সেই আমরা’, ‘নীড়ের খোঁজে গাঙচিল’, ‘জেগে উঠো সমুদ্র’, ‘মেঘবালিকা’, ‘দূরের মানুষ’, ‘আঙ্গুর লতা’, ‘হৃদয়পুরের গল্প’ ইত্যাদি নাটক বানিয়ে তিনি প্রশংসিত হন। সর্বশেষ তিনি নাটক নির্মাণের পাশাপাশি এটিএন বাংলায় অনুষ্ঠান বিভাগের দায়িত্ব পালন করছিলেন।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭