ইনসাইড বাংলাদেশ

বিএনপি নেতা খোকনের বাড়িতে আবার অগ্নিসংযোগ


প্রকাশ: 31/05/2023


Thumbnail

বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের বাসভবন ও নরসিংদী জেলা বিএনপির (অস্থায়ী) কার্যালয়ে আবার অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। 

বুধবার (৩১ মে) বিকেলে সদর উপজেলার চিনিশপুরের এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পোঁছে ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

তবে অগ্নিকাণ্ডের ঘটনাটি পরিকল্পিত নাকি দলীয় কোন্দলে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো কিছু নিশ্চিত করতে পারেনি পুলিশ। এর আগে গত ২৬ জানুয়ারি (বৃহস্পতিবার) রাত ৯টার দিকে একইভাবে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, আজ বুধবার বিকেলের দিকে একদল দুর্বৃত্ত চিনিশপুরে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের বাসভবন ও জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের গেটের তালা ভেঙে ভেতরে ঢুকে। এ সময় তারা নিচতলার তিনটি কক্ষে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। 

নরসিংদীতে বিএনপি নেতা খায়রুল কবীরের বাড়িতে অগ্নিসংযোগনরসিংদীতে বিএনপি নেতা খায়রুল কবিরের বাড়িতে অগ্নিসংযোগ এর কিছু সময় পরে বাড়ির ভেতরে আগুন জ্বলতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেন এলাকাবাসী। খবর পেয়ে নরসিংদী ফায়ার সার্ভিসের কর্মীরা এসে ২০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নেভান। আগুনে পুড়ে গেছে কার্যালয়টির ভেতরে থাকা বিভিন্ন আসবাব। 

নরসিংদী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল মান্নান আনসারী সাংবাদিকদের বলেন, ‘বিকেল ৫টা ৮ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ২০ মিনিটে আগুন নেভানো হয়। ভবনটির আসবাব আগুনে পুড়ে গেছে।’ 

উল্লেখ্য, সম্প্রতি জেলা কমিটি গঠন নিয়ে পদবঞ্চিত ছাত্রদল নেতা-কর্মীরা কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনকে দায়ী করে ধারাবাহিক আন্দোলনে নামে। এই জেরে একাধিকবার জেলা বিএনপির কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গত বৃহস্পতিবার বিএনপির কার্যালয়সংলগ্ন এলাকায় দুর্বৃত্তদের হামলায় নিহত হন পদবঞ্চিত দুই ছাত্রদল নেতা সাদেকুর রহমান ও আশরাফুল ইসলাম।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭