লিট ইনসাইড

বীথির ছুটি


প্রকাশ: 02/06/2023


Thumbnail

অ্যালার্মের টুংটাং শব্দে বীথি আড়মোরা ভেঙে ঘুম থেকে ওঠে। অনিচ্ছা সত্ত্বেও বিছানা ছাড়তে হয় তাকে।

আহা সুমন কি সুখের ঘুম দিচ্ছে… এক ঝলক তাকিয়ে বাথরুমে ঢুকে পড়ে সে।

ফজর নামায শেষে, রান্নাঘরে ঢোকে সকালের নাস্তা তৈরির জন্যে। তাড়াহুড়া করে সবার নাস্তা তৈরি করে টেবিলে লাগিয়ে দেয়। ঘড়ির দিকে তাকিয়ে দেখে প্রায় সাতটা।

বাচ্চাদের রুমে গিয়ে দেখে কাঁথা জড়িয়ে দিব্বি ঘুমিয়ে আছে সবাই।

‘ওঠ্ ওঠ্ জলদি, স্কুলের সময় হয়ে যাচ্ছে, নাস্তা রেডি’- বলেই চাদর টেনে নেয় বীথি। জানালার পর্দা সরিয়ে দেয়, সূর্যের আলো বাচ্চাদের মুখের ওপর এসে পড়ে।

‘মা মা পর্দা টেনে দাও মা, চিৎকার জুড়ে দেয়।’

‘স্কুলে দেরি হয়ে যাবে।’

‘মা আজ স্কুল বন্ধ।’

‘কেন রে?’

মে দিবস। আজ ছুটি।

এদিকে স্বামীকে তাড়া দেয় বীথি,

‘ওঠো ওঠো অফিসের দেরি হয়ে যাবে, নাস্তা  রেডি…’

‘আজ ছুটি, মে দিবস আজ। ঘুমাতে দাও।’

প্রায় নয়টা বাজে, বুয়ারও দেখা নেই। অন্য দিনে সকাল আটটার মধ্যেই চলে আসে। আজ দেরী কেন? বুয়াকে ফোন দেয় সে,

‘বুয়া এত দেরী কেন আজ?’

‘আজ আসুম না আপা।’

‘কি? ময়লা কাপড জমে আছে দুদিন ধরে। আজ মাছও কাটা লাগবে। অনেক কাজ বাকি।’

‘আজ তো ছুটি আপা। আজ মে দিবস। শ্রমিক দিবস। আব্দুলের বাবা আজ বাড়িতে।’

সবারই আজ ছুটি… তার কোনো ছুটি নেই।

মনটা খারাপ হয়ে গেল বীথির।

বাড়িতে সারাক্ষণ দৌড়ঝাপের মধ্যেই কেটে যায় তার সময়।

বইয়ের স্তুপ পড়ে আছে। পড়ার সময় হয় না তার। শুধু যত্ন করে মুছে রাখা হয় নিয়মিত।

বীথি হঠাৎ অদ্ভুত এক কাণ্ড করে বসলো। হুট করে দুপুরের রান্নার সরঞ্জাম ফ্রিজে ঢুকিয়ে দিলো। গতকালের রান্না যা আছে তা আজ হয়ে যাবে।

ঘরে ঢুকেই স্বামীর গায়ের চাদরটা অর্ধেক টেনে নিয়ে গুটিশুটি হয়ে শুয়ে পড়ে।

সুমন বেশ অবাক হলো। ‘কি ব্যাপার? তোমার শরীর ঠিক আছে তো? শুয়ে পড়লে আবার!’

‘হুম। আজ মে দিবস। আমিও আজ ছুটি নিলাম।’

‘বাচ্চারা ঘুম?’ বলেই সুমন বীথির কাছাকাছি এসে তাকে টেনে নিতেই…

‘একদম বিরক্ত করবে না। একটা ঘুম চাই। টেবিলে সব খাওয়া সাজানো আছে। যে যার মতো খেয়ে নিও।’

বলেই সে মাথা অব্দি চাদরটা টেনে নিলো।

লেখক, শাহলা আহমেদ: গল্পকার 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭