ইনসাইড গ্রাউন্ড

টাইগারদের ঘুরে দাঁড়ানোর মিশন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 03/03/2018


Thumbnail

প্রধান কোচ ছাড়া খেলতে নেমে ব্যর্থতার বৃত্তে যেন বন্দী হয়ে পড়ে বাংলাদেশ ক্রিকেট দল। লঙ্কানদের কাছে টানা তিনটি সিরিজ পরাজয় চির ধরিয়েছে আত্মবিশ্বাসের দেয়ালে। এমন পরিস্থিতি থেকে বের হতে এখন জয়ের বিকল্প নেই টাইগারদের সামনে। দু’একটি জয় এই মুহূর্তে দেশের ক্রিকেটের জন্য সঞ্জীবনীর কাজ করবে। আর এজন্য আসন্ন নিদাহাস ট্রফি বড় উপলক্ষ টাইগারদের সামনে।

টাইগারদের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাও এমনটাই মনে করছেন। মাশরাফির মতে, দুঃসময় কাটিয়ে উঠতে জরুরিভাবে বাংলাদেশ ক্রিকেট দলের একটা-দুটো জয় দরকার। আসন্ন নিদাহাস ট্রফিতে সেই সুযোগ আছে দলের সামনে। তবে বর্তমান পরিস্থিতি অনুযায়ী টুর্নামেন্টে টাইগারদের জন্য বেশ কঠিন পরীক্ষাই দিতে হবে।

এর আগে দলের যে কোনো কঠিন পরিস্থিতিতে ঘুরে দাঁড়ানোর জন্য অনুপ্রেরণা দেওয়ার কাজটি করতেন মাশরাফি নিজেই। কিন্তু এখন দলে নেই দেশসেরা অধিনায়ক, তাঁর উপর রয়েছে বর্তমান অধিনায়ক সাকিব আল হাসানের ইনজুরি। সব মিলিয়ে দলের ঘুরে দাঁড়ানোটা বেশ চ্যালেঞ্জিং হবে। তবে ম্যাশ মনে করেন ‘কঠিন সময় তো অবশ্যই যাবে, সেটাকে ঠাণ্ডা মাথায় নিয়ন্ত্রণ করতে হবে এবং মাঠের কাজগুলো ঠিকমত করতে হবে।’

গত বছর দক্ষিণ আফ্রিকা সফরের পর ঘরের মাটিতেও বাজে হেরেছে টাইগাররা। টেকনিক্যাল ডিরেক্টর পদে সুজনকে নিয়ে হয়েছে নানা বিতর্ক। তার ওপর টাইগারদের সহকারী কোচ হ্যালস্যালের সঙ্গে সিনিয়র ক্রিকেটারদের বিরোধের গুঞ্জন ছড়িয়েছে। সবকিছু মিলিয়ে স্বস্তি নেই টাইগার শিবিরে। দলের উপর এমন বিশৃঙ্খল পরিস্থিতির প্রভাব পড়তে পারে আগামী শ্রীলঙ্কা সফরে।

এত বিতর্ক-সমালোচনার মধ্যেও নিদাহাস ট্রফি চ্যালেঞ্জে অভিজ্ঞদের ওপরই আস্থা ম্যানেজমেন্টের। বোর্ডও আশাবাদী, একটি জয়েই পাল্টে যাবে পুরো চিত্র। লঙ্কা সিরিজে শুরুতেই সেই কাঙ্ক্ষিত জয় তুলে নিতে পারলে হয়তো আসলেও দলের আত্মবিশ্বাসের মশালে জ্বালানি যোগাবে। তবে এক্ষেত্রে শক্তিশালী ভারত-শ্রীলঙ্কার বিপক্ষে মূল ভরসা হিসেবে ঘুরেফিরে আসছে সাকিবের নাম। চোট সামলে টাইগার টি টোয়েন্টি অধিনায়ক শেষ পর্যন্ত মাঠে নামতে পারবেন কিনা সেটা এক বড় প্রশ্ন।

এছাড়া এই সিরিজেও হেড কোচ এবং পূর্ণকালীন ব্যাটিং কোচ পাচ্ছেনা টাইগাররা। ফলে অন্তর্বর্তীকালীন দায়িত্ব থাকছে কোর্টনি ওয়ালশ এবং এইচপি কোচ সাইমন হেলমটের ওপর। কিন্তু এমন জোড়াতালি দিয়ে আর কতোদিন?

এমনিতেই বাংলাদেশ দল এখন এক ক্রান্তিকাল অতিক্রম করছে। তার ওপর শক্তির বিচারে টি-টোয়েন্টিতে বাংলাদেশের থেকে অনেক এগিয়ে ভারত ও শ্রীলঙ্কা। বাংলাদেশের সাবেক অধিনায়ক আকরাম খান মনে করেন, এমন কঠিন চ্যালেঞ্জের মুখ থেকে জয় তুলে নিয়ে দলের মনোবল বাড়াতে শুরু থেকেই পথ দেখাতে হবে সিনিয়রদের।

বাংলা ইনসাইডার/আরকে/জেডএ

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭