ওয়ার্ল্ড ইনসাইড

ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন মোদি


প্রকাশ: 03/06/2023


Thumbnail

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ওড়িশা রাজ্যের বালাসোরে ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। শনিবার ( ৩ জুন) এই পরিদর্শনে গিয়ে তিনি বলেছেন, ‘এই দুর্ঘটনায় দায়ীদের ‘কঠোর শাস্তি দেওয়া হবে’।’ খবর  এনডিটিভির।

মোদি বলেন, ‘এই মর্মান্তিক দুর্ঘটনায় যারা তাদের পরিবারের সদস্যদের হারিয়েছেন সরকার তাদের পাশে দাঁড়িয়েছে।’

এক দশকেরও বেশি সময়ের মধ্যে ভারতের সবচেয়ে মারাত্মক রেল দুর্ঘটনা এটি। এতে অন্তত ২৬১ জন নিহত এবং ৯০০ জন আহত হয়েছেন। সেখানে কটক জেলার একটি হাসপাতালে আহতদের সঙ্গেও দেখা করেছেন মোদি।  

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওড়িশার বালাসোরে দুটি যাত্রীবাহী ও একটি মালবাহী ট্রেন দুর্ঘটনায় কবলিত হয়। বলা হচ্ছে, মানুষের ভুলের কারণে এমন ভয়াবহ ঘটনা ঘটেছে। মর্মান্তিক এ ঘটনায় আহত ও নিহতদের উদ্ধারে ১৮ ঘণ্টা সময় লেগেছে উদ্ধারকারীদের।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭