ইনসাইড গ্রাউন্ড

বিশ্বকাপে খেলতে চান ইব্রাহিমোভিচ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 03/03/2018


Thumbnail

কিছুদিন আগেই বুফন আবারও আন্তর্জাতিক ফুটবলে ফিরতে চান বলে জানান ইতালির ভারপ্রাপ্ত কোচ। এবার বুফনের পথেই হাটার কথা জানালেন সুইডিশ কিংবদন্তি ফুটবলার জালাতান ইব্রাহিমোভিচ, খেলতে চান আসন্ন রাশিয়া বিশ্বকাপে। সুইডিশ এক সংবাদমাধ্যমকে ইব্রা জানান, ‘জাতীয় দলকে আমি মিস করছি। আমি মনে করি দলকে আরও ভালো কিছু দিতে পারবো। যেহেতু আমি চাই, আমি পারবো।’

দীর্ঘ প্রায় এক বছরের ইনজুরি কাটিয়ে চলতি মৌসুমে প্রিমিয়ার লিগের ৫টি ম্যাচে অংশ নিয়েছেন। সর্বশেষ ডিসেম্বরে তিনি ম্যানইউ’র হয়ে মাঠে নেমেছিলেন। পরে আবারও ইনুজিরিতে পরেন ৩৬ বছর বয়সী এই তারকা।

এর আগে ২০১৬ সালে সুইডেন জাতীয় দল থেকে অবসরের ঘোষনা দেন ইব্রাহিমোভিচ। জাতীয় দলের হয়ে ১১৬টি আন্তর্জাতিক ম্যাচে অংশ নিয়ে দেশটির পক্ষে রেকর্ড ৬২টি গোল করেছেন ইব্রা।

এদিকে তাকে ছাড়াই আসন্ন রাশিয়া বিশ্বকাপের চূড়ান্ত পর্বে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছে সুইডিশ জাতীয় দল। গত নভেম্বরে সম্পন্ন হওয়া দুই লেগের প্লে অফ ম্যাচে চার বারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালির বিপক্ষে ১-০ গোলে জয় নিয়ে রাশিয়ার টিকিট লাভ করে সুইডেন।


বাংলা ইনসাইডার/ডিআর




প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭