ওয়ার্ল্ড ইনসাইড

সৌদি আরবসহ উপসাগরীয় দেশগুলো নিয়ে নৌজোটের পরিকল্পনা ইরানের


প্রকাশ: 04/06/2023


Thumbnail

ইরান জানিয়েছে, সৌদি আরবসহ উপসাগরী দেশগুলোর সঙ্গে ( সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, ওমানবাহরাইনতারা নৌজোট গড়বে। এই জোটের মধ্যে থাকবে ভারত এবং পাকিস্তানও। এমনটাই জানিয়েছেন দেশটির নৌ কমাণ্ডার।  এই জোটের আকার কেমন হবে, সে বিষয়ে তিনি বিস্তারিত জানাননি। তবে তিনি বলেছেন, শীঘ্রই এই জোট গঠন করা হবে।

মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক আবহে পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। সাত বছর পর ইরান সৌদি আরব সম্প্রতি কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ঘোষণা এসেছে। এছাড়াও ইরান-সৌদির সম্পর্ক পুনঃস্থাপনের আচমকা ঘোষণায় মধ্যস্থতা করে তাক লাগিয়ে দিয়েছে চীন। সংযুক্ত আরব আমিরাত ২০২০ সালে ইসরাইলের সঙ্গে স্বাভাবিকীকরণ চুক্তি স্বাক্ষর করেছিলো। দেশটি গত বছর ইরানের সঙ্গে তাদের আগের সম্পর্ক পুনঃস্থাপন করেছে।

অনেকেই ইরান-সৌদি সম্পর্কের নতুন মোড়কে এই অঞ্চলে চীনের একটি নীরব কূটনৈতিক অভ্যুত্থান বলে অভিহিত করছেন। বিশ্লেষকরা বলছেন, এটা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মোড়লগিরির অধ্যায়ের ইতি টানবে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭