ইনসাইড গ্রাউন্ড

শেষ ম্যাচেও গোল করলেন বেনজেমা


প্রকাশ: 05/06/2023


Thumbnail

রিয়াল মাদ্রিদের জার্সিতে ১৪ বছরের সাফল্যে ভরা ক্যারিয়ারের ইতি টানলেন করিম বেনজেমা। ঘরের মাঠে আতলেতিক বিলবাওয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে রিয়াল মাদ্রিদ অধ্যায়ের ইতি টানলেন ৩৫ বছর বয়সি এই ফরাসি ফুটবলার।

বেনজেমার বিদায়ী ম্যাচে উজ্জ্বল ছিলেন গোলরক্ষক থিবো কর্তোয়া। সতীর্থের বিদায়ী ম্যাচে নিজের সেরটা উজাড় করে দিয়েছেন তিনি। রিয়ালের গোলবারের নিচে চীনের প্রাচীর হয়ে দাঁড়ালেন কর্তোয়া। পেনাল্টি রুখে দিলেন, করলেন আরও দারুণ কিছু সেভ।  

ম্যাচের দশ মিনিটেই পিছিয়ে পরতে পারতো রিয়াল। তবে দলকে রক্ষা করেছেন কর্তোয়া। টনি ক্রুসের হ্যান্ডবলের কারণে পেনাল্টি পায় বিলবাও। তবে মিকেল ভাসগারের শট ফিরিয়ে দেন কর্তোয়া। সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ ১০ পেনাল্টির পাঁচটি ঠেকালেন বেলজিয়ান গোলরক্ষক।  

প্রথমার্ধে তেমন উল্লেখযোগ্য আক্রমণ করতে পারেনি রিয়াল। তবে বিলবাওয়ের বেশ কিছু নিশ্চিত গোল রুখে দিয়েছেন রিয়াল গোলরক্ষক। ‍পুরো ম্যাচে তেমন উজ্জ্বল ছিলেন না বেনজেমা। দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যায় বিলবাও। ৪৯তম মিনিটে নিজেদের অর্ধে দানি সেবায়োস বল হারান। আন্দ্রে এরেরার কাছ থেকে বল পেয়ে বুলেট গতির শট নেন ওইহান সানসেট। কোনোমতে পা দিয়ে ঠেকিয়ে দেন কোর্তোয়া। তবে ফিরতি শটে আর জাল খুঁজে নেন সানসেট।

দলকে এরপর সমতায় ফেরান বেনজেমা। নিজের বিদায়ী ম্যাচে ৭২তম মিনিটে স্পট কিকে ঠাণ্ডা মাথায় মাঝ বরাবার শট নিয়ে গোল করে দলকে পরাজয়ের মুখ থেকে ফিরিয়ে আনেন তিনি। ক্লাবের হয়ে নিজের ৩৫৪তম গোলের পরপরই মাঠ ছাড়েন ফরাসি এই স্ট্রাইকার। দাঁড়িয়ে অভিবাদন জানান রিয়াল সমর্থকরা।  



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭