ইনসাইড বাংলাদেশ

শুরু হল পরিবেশ মেলা ও বৃক্ষ মেলা ২০২৩


প্রকাশ: 05/06/2023


Thumbnail

আজ বিশ্ব পরিবেশ দিবস। প্রতিবছর জুন সারা বিশ্বেবিশ্ব পরিবেশ দিবসপালিত হয়ে আসছে। এবারের পরিবেশ দিবসের প্রতিপাদ্যপ্লাস্টিক দূষণ সমাধানে শামিল হই সকলে।দিবসটি উপলক্ষে আয়োজন করা হয়েছে পরিবেশ মেলা ও বৃক্ষ মেলা ২০২৩।

এবারের জাতীয় বৃক্ষ মেলার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে- ‘গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি আজ সোমবার ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মেলার উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী ড. হাছান মাহমুদ ।বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড ফর ওয়াইল্ড লাইফ কনজারভেশন, ২০২২’, এবংবৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার, প্রাপ্তদের হাতে পদক তুলে দেন। এছাড়াও সামাজিক বনায়নের লভ্যাংশ প্রাপ্তদের হাতে চেক তুলে দেন মন্ত্রী।

এরপর তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন। বক্তব্যে তিনি বলেন, “জনসংখ্যা বিস্ফোরণের কারণে পরিবেশ রক্ষা করা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কিন্তু এই চ্যালেঞ্জ মোকাবিলায়  প্রধানমন্ত্রীর নেতৃত্ব এবং পরিবেশ ও বন মন্ত্রণালয় যথেষ্ট সাফল্য দেখিয়েছে। এই দুরূহ কাজ মোকাবিলার সবচেয়ে বড় উদাহরণ বিভিন্ন শস্য উৎপাদনে আমাদের শীর্ষ অবস্থান। জনসংখ্যা বৃদ্ধি ও মাথাপিছু আবাদি জমির পরিমাণ কমে যাওয়ার পরও আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ যেটি বিশ্ব খাদ্য সংস্থার কাছেও একটি বিস্ময়।“

সভাপতির সমাপনী বক্তব্যের পর ফিতা কেটে মেলার উদ্বোধন করা হয়। এরপর অতিথিগন একে একে মেলার প্রতিটি স্টল ঘুরে দেখেন।মেলা চলবে থেকে ২৬ শে জুন এবং থেকে ১২ জুলাই পর্যন্ত। প্রতিদিন মেলা সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত উন্মুক্ত থাকবে। 

 

 

 

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭