ইনসাইড বাংলাদেশ

বিশেষ নামাজের পরপরই দিনাজপুরে নামলো স্বস্তির বৃষ্টি


প্রকাশ: 07/06/2023


Thumbnail

রহমতের বৃষ্টি কামনায় নামাজের পরপরই এক পশলা বৃষ্টির দেখা পেয়েছে দিনাজপুরবাসী। বুধবার (৭ জুন) দুপুরে জেলায় প্রায় ১৭ মিনিট ধরে সামান্য বৃষ্টি হয়েছে। তাতেই কিছুটা স্বস্তি বোধ করেছেন জেলার মানুষ। তবে জেলার সবখানেই বৃষ্টিপাত হয়নি।

আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা বলছেন, জেলায় প্রায় ২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এই বৃষ্টির পরিমাণ আরও কিছুটা বেশি হলে স্বস্তির মাত্রা আরও বাড়তো বলে আশা প্রকাশ করেছেন স্থানীয়রা।

দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণাগারের ইনচার্জ আসাদুজ্জামান জানান, বিকেল ৩টায় দিনাজপুরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াস। আর জেলায় প্রায় ২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

উল্লেখ্য, সারাদেশে গত কয়েকদিন থেকেই বয়ে যাচ্ছে তীব্র দাবদাহ। ফলে এক প্রকার অতিষ্ট হয়ে ওঠেছে জনজীবন। পাশাপাশি চলমান লোডশেডিং দুর্ভোগের মাত্রা বাড়িয়ে দিয়েছে কয়েকগুণ। রহমতের বৃষ্টি কামনায় বিভিন্ন স্থানে সালাতুল ইস্তিসকার নামাজও আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লীরা।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭