ইনসাইড গ্রাউন্ড

শেষ ম্যচে আফগানদের উড়িয়ে দিয়ে সিরিজ জিতে নিল শ্রীলঙ্কা


প্রকাশ: 08/06/2023


Thumbnail

হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু করেছিলো শ্রীলঙ্কা। তবে পরের দুই ম্যাচ জিতে ঘুরে দাঁড়াল স্বাগতিক শ্রীলঙ্কা। শেষ ওয়ানডেতে বুধবার (৭ জুন) cকে ৯ উইকেট হারিয়ে তিন ম্যাচের সিরিজ ২-১ এ জিতে নিল শ্রীলঙ্কা।

আফগানদের রীতিমতো দুমড়েমুচড়ে দিয়েছে শ্রীলঙ্কা। পেসার দুশমন্থ চামিরা ও লাহিরু কুমারার তাণ্ডবে গুঁড়িয়ে যায় আফগান টপ ও মিডল অর্ডার। সবশেষে কফিনের শেষ পেরেক ঠুকে দেওয়ার কাজটা সারেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। সবমিলিয়ে ৩৮.২ ওভারে ১১৬ রানে গুটিয়ে যায় আফগানরা।

আফগানদের ছয় ব্যাটার যেতে পারেননি দুই অঙ্কের ঘরে। মোহাম্মদ নবির ব্যাটে আসে সর্বোচ্চ ২৩ রান। কুমারা ২৯ রানে নেন ২টি। লেগ স্পিনার হাসারাঙ্গার প্রাপ্তি রানে ৩টি।

 

দ্বিতীয় ওয়ানডেতে মোহাম্মদ নবীদের ১৩২ রানে হারানোর পর আজ সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কা জিতেছে ৯ উইকেটে। হাম্বানটোটায় আগে ব্যাট করে আফগানিস্তান মাত্র ১১৬ রানে অলআউট হয়। ছোট টার্গেটে জবাব দিতে নেমে ১৬ ওভারে উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে গেছে শ্রীলঙ্কা। দলটির ওপেনার পাথুন নিশাঙ্কা দিমুথ করুনারত্নে ৮৪ রান যোগ করেন। নিশাঙ্কা ৩৪ বলে আটটি চার দুই ছক্কায় ৫১ রানের ইনিংস খেলে ফেরেন। দিমুথ করুনারত্নে ৪৫ বলে সাত চারে ৫৬ রানের হার না মানা ইনিংস খেলেন। আফগানদের হয়ে একমাত্র সফলতাটি পান গুলবাদিন নায়েব। ৬৩ রানে উইকেট নিয়ে ম্যাচের সেরা হন চামিরা।

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭