ওয়ার্ল্ড ইনসাইড

বিশুদ্ধ পানির তীব্র সংকটে খেরসন


প্রকাশ: 08/06/2023


Thumbnail

ইউক্রেনের দক্ষিণাঞ্চলে বিস্ফোরণের ফলে বিশাল একটি বাঁধ ভেঙে যাওয়ার কারণে সেখানকার হাজার হাজার মানুষ পানীয় জলের তীব্র সংকটের মুখোমুখি হয়েছে। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, বাঁধটি ভেঙে যাওয়ায় কয়েক হাজার মানুষ বিশুদ্ধ খাবার পানির সংকটে পড়েছেন।

তিনি আরও বলেন, রাশিয়া এবং ইউক্রেনের নিয়ন্ত্রিত অঞ্চল বিভক্তকারী নিপ্রো নদীর বন্যার পানির জোয়ারে খেরসন অঞ্চলের কয়েক হাজার মানুষ আটকা পড়ে আছেন। এছাড়াও সম্পূর্ণ তলিয়ে গেছে আশপাশের বেশ কয়েকটি এলাকা ।

সেখানকার সেচ ব্যবস্থা ধ্বংস হওয়ার ফলে কৃষিতে বিপর্যয় নেমে আসবে বলেও ধারণা করছেন ইউক্রেনীয় কর্মকর্তারা। ইউক্রেন রাশিয়া একে অপরের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে লড়াইয়ে নোভা কাখভকা বাঁধটিকে লক্ষ্যবস্তু করার অভিযোগ করেছে।

 

এদিকে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বলেছে, বাঁধ ধ্বংসের ঘটনা ঘটলেও জাপোরিঝিয়া পরমাণু বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা হুমকির মুখে পড়েনি। বুধবার বন্যার পানির উচ্চতা বাড়তে পারে এমন আশঙ্কায় খেরসনের আশপাশের এলাকা থেকে এখন মানুষকে সরিয়ে নেয়ার কাজ চলছে।

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭