ইনসাইড গ্রাউন্ড

যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে মেসি উন্মাদনা, টিকিটের দাম আকাশছোঁয়া


প্রকাশ: 08/06/2023


Thumbnail

যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির যোগ দেওয়ার খবরে উত্তেজনায় ভাসছে পুরো যুক্তরাষ্ট্র। আগামী ২১ জুলাই ইন্টার মায়ামি বনাম ক্রুজ আজুল ম্যাচেই মেসির অভিষেক হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আর এতেই ওই ম্যাচে টিকেটের দাম হয়েছে আকাশছোঁয়া। ওই ম্যাচের জন্য অনলাইন প্ল্যাটফর্মে  টিকেটের দাম ধরা হয়েছে ৯ হাজার ডলার।

এর আগে দুটি অ্যাওয়ে ম্যাচ খেলবে ইন্টার মায়ামি । এর মধ্যে একটি ৮ জুলাই ডিসি ইউনাইটেডের বিপক্ষে এবং অপরটি ১৫ জুলাই সেন্ট লুইস সিটির বিপক্ষে। বুধবার রাতে স্প্যানিশ সংবাদমাধ্যম দিয়ারিও স্পোর্ত ও মুন্দো দিপোর্তিভোকে দেওয়া সাক্ষাৎকারে মেসি বলেন, ‘আমি মায়ামিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এখনো চুক্তির সব কাজ সারতে পারিনি। এখনো কিছু বিষয় বাকি আছে। তবে আমরা এই লক্ষ্যে সামনে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

আর্জেন্টাইন তারকার পিএসজির ছাড়ার গুঞ্জন শুরু হতেই গত কয়েক মাসে একাধিক ক্লাব তাকে পেতে উঠেপড়ে লেগেছিল। টাকার বস্তা নিয়ে হাজির হয়েছিল সৌদি আরবের ক্লাব আল-হিলাল। যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিও কম যায়নি। বার্সেলোনাও ছিল আলোচনায়। তবে শেষ পর্যন্ত ৩৫ বছর বয়সী এ তারকা বেছে নেন যুক্তরাষ্ট্রের ক্লাবকেই।

আরও এক মৌসুমের জন্য ইউরোপে থাকতে চেয়েছিলেন মেসি। কিন্তু কোনো সন্তোষজনক প্রস্তাব না পাওয়ায় তার বেছে নেওয়ার জন্য ছিল ইন্টার মায়ামি ও আল হিলালের মধ্যে যে কোনো একটি। সব জল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রেই পাড়ি জমানোর সিদ্ধান্ত নিলেন লিটল মাস্টার।

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭