ইনসাইড গ্রাউন্ড

ফলোঅন এড়ালেও বড় ব্যবধানে পিছিয়ে ভারত


প্রকাশ: 10/06/2023


Thumbnail

প্রায় দেড় বছর পর টেস্ট দলে ফিরলেন। প্রত্যাবর্তনে লড়াকু এক ইনিংস উপহার দিলেন আজিঙ্কা রাহানে। তাকে লোয়ার অর্ডারের শার্দুল ঠাকুরও ভালো সঙ্গ দিলেন। হলো শতরানের জুটি।

ওভালে রাহানে-শার্দুলের সে জুটিতে ভর করে ফলোঅন এড়িয়েছে ভারত। তবে অলআউট হয়েছে ২৯৬ রানে। প্রথম ইনিংসে ১৭৩ রানে পিছিয়ে ভারত। অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে করে ৪৬৯।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া ২ ওপেনারকে হারায় ২৪ রানে। প্রথম ইনিংসে সেঞ্চুরিয়ান স্টিভেন স্মিথকে নিয়ে এগোতে থাকেন লাবুশানে। দুজনে ৬২ রানের জুটি গড়ে ধাক্কা সামাল দেন। স্মিথ ফেরেন ৩৪ রানে। এরপর ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসের আরেক সেঞ্চুরিয়ান ট্রাভিস হেড ফেরেন ১৮ রানে। হেডের ফেরার পর অজিদের ইনিংসে আর কোনো বিপদ ঘটাতে পারেননি ভারতীয় বোলাররা। লাবুশানে-গ্রিন দিন শেষ করে আসেন। ভারতের হয়ে সর্বোচ্চ ২টি উইকেট নেন রবীন্দ্র জাদেজা। ১টি করে উইকেট জমা হয় মোহাম্মদ সিরাজ-উমেশ যাদবের ঝুলিতে।

এর আগে ৫ উইকেটে ১৫১ রানে দিন শুরু করে ভারত। ২৯ রানে দিন শুরু করা রাহানে এক প্রান্তে অবিচল থাকলেও অন্য প্রান্তে শ্রীকর ভারত তৃতীয় দিন ১ রানও করতে পারেননি। আগের দিনের ৫ রানই তার সম্বল। শ্রীকর বিদায় নিলে শুরু হয় রাহানে-শার্দুলের লড়াই। দুজনে রান তোলায় ছিলেন মনোযোগী। খেলেছেন ওয়ানডে স্টাইনে। ১৪৫ বলে দুজনের জুটি থেকে আসে ১০৯ রান। ৮৯ রানে রাহানে ফিরলে ভাঙে এই জুটি। রাহানে ফেরার পর ভারতের ইনিংসেরও এপিটাপ লেখা হয়ে যায়। তার আউটের পর ভারত মাত্র ৩৩ রান করতে পারে। শার্দুল ১০৯ বলে ৫১ রান করে। ৬৯.৪ ওভারে ভারত অলআউট হয় ২৯৬ রানে।

অজিদের হয়ে সর্বোচ্চ ৩ টি উইকেট শিকার করেন প্যাট কামিন্স। ২টি করে উইকেট নেন মিচেল স্টার্ক-স্কট বোল্যান্ড-ক্যাম্রুন গ্রিন।

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭