ইনসাইড গ্রাউন্ড

আবারও পুরোনো পিঠের ব্যথা; আফগান টেস্টে শঙ্কায় তামিম


প্রকাশ: 10/06/2023


Thumbnail

১৪ জুন থেকে শুরু হবে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট, এর মধ্যে শঙ্কায় অধিনায়ক তামিম ইকবাল। আয়ারল্যান্ডের বিপক্ষে অ্যাওয়ে সিরিজে পাওয়া সাকিব আল হাসানের তর্জনীর চোট এখনো সারেনি। তার বদলে লিটন দাসের নেতৃত্বে ঘোষণা করা হয়েছে স্কোয়াড।

বৃহস্পতিবার জাতীয় দলের অনুশীলনেও উপস্থিত ছিলেন না তামিম। জানা গেছে, পুরোনো পিঠের ব্যথা আবার ফিরে এসেছে তার। এজন্য এই বাঁহাতি ব্যাটার আছেন বিশ্রামে। যদিও এখনই তার খেলা নিয়ে বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরী কোনো সংশয় দেখছেন না।

তিনি বলেন, তামিমের পিঠের ব্যথাটা আবার ফিরেছে। এখন বিশ্রামে আছে, চিকিৎসা চলছে। ম্যাচের এখনও চার-পাঁচদিন বাকি আছে। খেলতে পারবে কি না এটা এখনই বলা কঠিন আসলে।

 

এর আগে সর্বশেষ ভারতের বিপক্ষে ঘরের মাঠের সিরিজ ইনজুরির কারণে মিস করেন তামিম। এরপর ফেরেন আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট দিয়ে। আফগানদের বিপক্ষে মিরপুর টেস্টে ১৪ জুন থেকে লড়বে বাংলাদেশ।

 

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭