কালার ইনসাইড

দুঃস্থ শিশুদের সাথে ‘আদিপুরুষ’ দেখবেন রণবীর, বুক করলেন ১০ হাজার টিকিট


প্রকাশ: 10/06/2023


Thumbnail

১৬ জুন মুক্তি পেতে যাচ্ছে প্রভাস, কৃতি শ্যানন ও সাইফ আলী খান অভিনীত ‘আদিপুরুষ’। ছবিটি নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে বিরাজ করছে চাপা উত্তেজনা। ছবি সংশ্লিষ্ট না হয়েও ‘আদিপুরুষ’ এর ১০ হাজার টিকেট বুক করে শিরোনাম হলেন রণবীর কাপুর।

সিনে-ট্রেড অ্যানালিস্ট তারন আদর্শ এক টুইটে জানিয়েছেন, দুঃস্থ শিশুদের ‘আদিপুরুষ’ দেখাতে চান রণবীর কাপুর। এজন্য তিনি বুক করলেন ১০ হাজার টিকিট!

এরআগে আদিপুরুষ এর প্রযোজক অভিষেক আগারওয়ালও অগ্রিম ১০ হাজার টিকেট বিনামূল্যে দেয়ার ঘোষণা দেন। তিনি জানিয়েছিলেন যে, তেলেঙ্গানা জুড়ে ‘আদিপুরুষ’ এর দশ হাজার টিকিট বিনামূল্যে বিতরণ করবেন। অনাথ আশ্রম এবং বৃদ্ধাশ্রমে এই টিকিট বিতরণ করার কথা জানান তিনি।

ধর্মীয় বিশ্বাস থেকেই ‘আদিপুরুষ’-এর প্রচারণার জন্য এই বিশেষ উদ্যোগ নিয়েছেন প্রযোজক। তেলেঙ্গানার অনাথ আশ্রম, সরকারি স্কুলের পড়ুয়া এবং বৃদ্ধাশ্রমের মানুষেরা বিনামূল্যে পাবেন ‘আদিপুরুষ’-এর টিকিট। বুধবার টুইটারে এই উদ্যোগের কথা ঘোষণা করেন প্রযোজক।

পরিচালক ওম রাউতের বিগ বাজেটের ছবি ‘আদিপুরুষ’। রামের ভূমিকায় প্রভাস এবং সীতার চরিত্রে কৃতি অভিনয় করেছেন। এই সিনেমার আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্র রাবণ। এই চরিত্রে দেখা যাবে সাইফ আলী খানকে। তবে সিনেমার প্রচারণায় প্রভাস-কৃতিকে দেখা গেলেও অনুপস্থিত রয়েছেন সাইফ।

৪৫০ কোটি রূপি বাজেটের ছবি ‘আদিপুরুষ’ হিন্দিতে শুটিং করা এই ছবি মুক্তি পাবে তামিল, তেলেগু, মালয়ালম ও কন্নড় ভাষাতেও।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭