ইনসাইড গ্রাউন্ড

জিততে হলে ভারতকে গড়তে হবে বিশ্বরেকর্ড


প্রকাশ: 11/06/2023


Thumbnail

চতুর্থ দিনে রেকর্ড গড়ার লক্ষ্যে নেমে লন্ডনের ওভালে দিন শেষে ভারতের সংগ্রহ ৩ উইকেটে ১৫৬ রান। দুই বছরের জন্য টেস্ট শ্রেষ্ঠত্বের মুকুট পেতে আজ পঞ্চম ও শেষ দিনে ভারতের দরকার ২৮০ রান, আর অস্ট্রেলিয়ার চাই ৭ উইকেট।

টেস্ট ইতিহাসে শেষ ইনিংসে ৪৪৪ রান তাড়া করে এর আগে কোনো দলের জেতার রেকর্ড নেই। সর্বশেষ ২০ বছর আগে ৪১৮ রান তাড়া করে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের রেকর্ড ওয়েস্ট ইন্ডিজের। ২০০৩ সালের মে মাসে অ্যান্টিগায় অস্ট্রেলিয়ার দেওয়া ৪১৮ রানের লক্ষ্য ছুঁয়েছিল তারা ৩ উইকেট হাতে রেখে। তাই টেস্ট চ্যাম্পিয়ন্স এর শিরোপা পেতে হলে নতুন রেকর্ড গড়তে হবে ভারতকে।

রেকর্ড গড়ার লক্ষ্যে ভারতের শুরুটা হয়েছিল ওয়ানডে মেজাজে। রহিত শর্মা ও শুভমান গিল ভারতকে সুন্দর সূচনা এনে দিলেও গ্রিনের বিতর্কিত এক ক্যাচে বোল্যান্ডের বলে গিল আউট হয়ে মাঠ ছাড়েন। রোহিত পুজারাকে সঙ্গী করে ১৯ ওভারে ৯১ রান তুলে নিলে, ২০তম ওভারে রোহিতকে সাজঘরে পাঠান লাথান লায়ন। এই ইনিংস খেলার পথে ওপেনার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১৩ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন রোহিত। এরপর চেতস্বর পুজারা অধিনায়ক প্যাট কামিন্সের বলে আপার কাট খেলতে গিয়ে ক্যাচ তুলে অ্যালেক্স ক্যারের হাতে।

এর আগে ৪ উইকেটে ১২৩ রান তুলে গতকাল তৃতীয় দিনের খেলা শেষ করে অস্ট্রেলিয়া। ৪১ রানে অপরাজিত থাকা লাবুশেন চতুর্থ দিনে কোনো রান যোগ না করেই আউট হন উমেশ যাদবের বলে। স্লিপে চেতেশ্বর পূজারার হাতে ক্যাচ দেওয়ার আগে ১২৬ বলে ৪ চারে ৪১ রান করেছেন লাবুশেন।এরপর গ্রিনের সঙ্গে ক্রিজে যোগ দেন ছন্দে থাকা অ্যালেক্স ক্যারি। দুজনে গড়েন ৪৩ রানের জুটি। মধ্যাহ্নবিরতির আগেই রবীন্দ্র জাদেজার বলে ফেরেন গ্রিন। মিচেল স্টার্ককে সঙ্গে নিয়ে ৯১ রান যোগ করেন ক্যারি। ভারতীয় বোলারদের হতাশায় ডুবিয়ে তুলে নেন টেস্ট ক্যারিয়ারের চতুর্থ ফিফটি। ক্যারি সঙ্গী স্টার্কও করেন ৫৭ বলে ৪১ রান। দলীয় ২৬০ রানে এই জুটি ভাঙেন মোহাম্মদ শামি। কিছুক্ষণ পর অধিনায়ক প্যাট কামিন্সেও ফেরান শামি। অস্ট্রেলিয়ার লিড ততক্ষণে প্রায় ৪৫০। এ রানই যথেষ্ট মনে হয়েছে কামিন্সের। নিজে আউট হওয়ার সঙ্গে সঙ্গে তাই ইনিংসের সমাপ্তিও ঘোষণা করেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক।

শেষ দিনের শুরুটা করবেন অজিঙ্কা রাহানে (২০), সঙ্গে বিরাট কোহলি (৪৪)। আবহাওয়ার পূর্বাভাস বলছে, লন্ডনে কাল পুরো দিন আকাশ মেঘলা থাকবে। তবে বৃষ্টি নামার সম্ভাবনা কম।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭