ইনসাইড বাংলাদেশ

দোষীদের খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 03/03/2018


Thumbnail

দেশবরেণ্য কথাসাহিত্যিক, কলামিস্ট এবং  শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জাফর ইকবালকে  হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বিকাল সাড়ে পাঁচটার দিকে জাফর ইকবালের দীর্ঘদিনের কর্মস্থল শাবিপ্রবি বিশ্ববিদ্যালয়েই এই হামলার ঘটনা ঘটে।

প্রধানমন্ত্রী নিন্দা জ্ঞাপনের পাশাপাশি প্রকৃত দোষীদের খুঁজে বের করারও নির্দেশ দেন।

জানা যায়,  ক্যাম্পাসে দুইদিন ধরে ইইই ডিপার্টমেন্টের আয়োজনে একটি অনুষ্ঠান চলছিল। সেই অনুষ্ঠানে রোবটিক্সের একটি সেগমেন্টে উপস্থিত হয়েছিলেন ড. জাফর ইকবাল।  আর সেখানেই আচমকা এক দুর্বৃত্তের ছুড়িকাঘাতে আহত হন তিনি।

হামলাকারীকে সাথে সাথে আটক করে উপস্থিত শিক্ষার্থীরা। পরে তাঁকে পুলিশে সোপর্দ করা হয়।  তবে আটককৃত ছেলেটি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কিনা সে বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি।।

বাংলা ইনসাইডার/এসআর 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭