ইনসাইড বাংলাদেশ

এয়ারফোর্সের হেলিকপ্টারে ঢাকা আনা হচ্ছে জাফর ইকবালকে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 03/03/2018


Thumbnail

ছুরিকাঘাতে গুরুতর আহত কথাসাহিত্যিক ও শিক্ষাবিদ ড. মুহম্মদ জাফর ইকবালকে এয়ারফোর্সের হেলিকপ্টারে করে ঢাকার সিএমএইচে আনা হচ্ছে। এরই মধ্যে এয়ার ফোর্সের হেলিকপ্টার সিলেটে চলে গেছে। সেখান থেকে ড. জাফর ইকবালকে নিয়ে হেলিকপ্টার ঢাকা সিএমএইচে সাড়ে নয়টার মধ্যে পৌঁছাবে।

জানা গেছে, ড. জাফর ইকবালকে সুচিকিৎসার জন্য দ্রুত ঢাকা নিয়ে আসার পুরো বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে হচ্ছে। সিলেটে একটি চিকিৎসকদের টিম অপেক্ষা করছে। জাফর ইকবালকে হেলিকপ্টারে নেওয়ার পর ওই চিকিৎসক টিমও সঙ্গে আসবে। হেলিকপ্টারে অক্সিজেন সিলিন্ডারসহ প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রীও মজুদ থাকছে।

শনিবার বিকেলে ড. জাফর ইকবালের মাথার পেছনে ছুরিকাঘাত করেছে এক দুর্বৃত্ত। প্রচুর রক্ত ক্ষরণ হওয়ায় জাফর ইকবালকে সিলেট ওসমানী মেডিকেল কলেজের হাসপাতালের অপারেশন থিয়েটারে নেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ট্রিপল ই বিভাগের দুদিন ব্যাপী উৎসবের আজ ছিল রোবট প্রতিযোগিতা। বিশ্ববিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সেই রোবট প্রতিযোগিতায় দেখতে যান জাফর ইকবাল। ওই সময় তাঁকে পেছন থেকে ছুরি নিয়ে হামলা করে একজন।

বাংলা ইনসাইডার/জেডএ  



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭