ইনসাইড বাংলাদেশ

জয়সূচক চিহ্ন দেখাচ্ছেন তালুকদার আব্দুল খালেক


প্রকাশ: 12/06/2023


Thumbnail

খুলনা সিটি করপোরেশন নির্বাচনে ভোট গণনার শুরু থেকেই হাতপাখা প্রতীককে পেছনে ফেলে ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছে নৌকা। প্রাপ্ত ১৪৫ টি কেন্দ্রে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তালুকদার আব্দুল খালেক নৌকা প্রতীক নিয়ে প্রথম থেকেই এগিয়ে রয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের কেউ-ই তার প্রাপ্ত ভোটের ধারেকাছেও নেই।

মোট ২৮৯ টি কেন্দ্রের মধ্যে ১৪৫ টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। ১৪৫ টি কেন্দ্রের প্রাপ্ত এই ফলাফলে নৌকা প্রতীক পেয়েছে ৭২, ৯২৬ ভোট এবং হাতপাখা প্রতীক পেয়েছে ২৬, ৭৫০ ভোট। ১৪৫টি কেন্দ্রের ফলাফল অনুযায়ী, হাতপাখা প্রতীককে পেছনে ফেলে ৪৬ হাজার ১শ’ ৭৬ ভোটে এগিয়ে রয়েছে নৌকা। 

ফলে প্রাপ্ত ১৪৫ টি কেন্দ্রে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তালুকদার আব্দুল খালেক নৌকা প্রতীক নিয়ে ৪৬ হাজারেরও বেশি ভোটে নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মো. আব্দুল আউয়ালের চেয়ে এগিয়ে রয়েছেন। 

উল্লেখ্য, খুলনা সিটি করপোরেশন নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৫  লাখ ৩৫ হাজার ৫শ’ ২৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ২ লাখ ৬৮ হাজার ৮শ’ ৩৩ জন এবং নারী ভোটার সংখ্যা ২ লাখ ৬৬ হাজার ৬শ’ ৯৬ জন। মোট ভোটকেন্দ্র সংখ্যা ২৮৯টি। এই নির্বাচনে মেয়র প্রার্থী হয়েছেন ৫ জন। সাধারণ ওয়ার্ড ৩১টি  এবং এতে প্রতিদ্বন্দ্বীতা করছেন ১৩৬ জন প্রার্থী। সংরক্ষিত ওয়ার্ড ১০টি এবং এতে প্রতিদ্বন্দ্বীতা করছেন ৩৯ জন প্রার্থী।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭