ইনসাইড বাংলাদেশ

‘বিএনপি কি তাহলে জঙ্গি সংগঠন?’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 04/03/2018


Thumbnail

ডা. জাফরুল্লাহ চৌধুরী মনে করেন, ‘বিএনপি নিজেরাই নিজেদের জঙ্গি সংগঠনে পরিণত করছে। সন্ত্রাসবাদ, জঙ্গিবাদের বিরুদ্ধে তাদের নীরবতা, জাতিকে হতবাক করছে। বিএনপির রাজনীতি খালেদা জিয়ার মুক্তির বৃত্তেই ঘুরপাক খাচ্ছে।’ শনিবার, ডা. জাফরুল্লাহ একাধিক বিএনপির নেতার সঙ্গে টেলিফোন আলাপে, এই মন্তব্য করেন।

সংশ্লিষ্ট সূত্র মতে, শনিবার শাহজালাল বিশ্ববিদ্যালয় ড. মুহম্মদ জাফর ইকবালের হামলার ঘটনার পর, ডা জাফরুল্লাহ বিএনপির একাধিক নেতাকে টেলিফোন করেন। প্রথমে বিএনপি মহাসচিবকে ফোন করে নিন্দা জানাতে বলেন। প্রথমে রাজি হলেও একঘণ্টার মধ্যেই মির্জা ফখরুল জানান, এটা সম্ভব হচ্ছে না। এরপর ডা. জাফরুল্লাহ অত্যন্ত ক্ষুদ্ধ এবং উত্তেজিত ছিলেন। তিনি বলেছেন, ‘এখন আমিও বুঝলাম বিএনপি জঙ্গিদের মদদ দেয়। না হলে তো যেকোনো সন্ত্রাসেরই নিন্দা জানানো বিএনপির দায়িত্ব। এটা বিএনপি করল না কেন? ওই সন্ত্রাসী ছেলেটা কি তাহলে ছাত্রদল করে? নাকি বিএনপি তাঁকে পাঠিয়েছিল?’ তবে ডা. জাফরুল্লাহ উত্তেজিত হলেও, বিএনপি এব্যাপারে মৌনব্রত নীতিই বহাল রাখে।  

বাংলা ইনসাইডার/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭