ইনসাইড বাংলাদেশ

বঙ্গবন্ধু স্যাটেলাইট আগামি মাসে উৎক্ষেপণ হবেঃ প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 04/03/2018


Thumbnail

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আগামী মাসেই বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে।

রোববার সকালে ওসমানী স্মৃতী মিলনায়তনে বিজ্ঞানী ও গবেষকদের অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘ব্লু ইকোনমি কাজে লাগাতে গেলে দক্ষ লোকবল লাগবে, আমাদের লোকবল কম। এক্ষেত্রে দক্ষতা অর্জন করতে হবে। সি অ্যাকুইরিয়াম করতে হবে, এটা গবেষণার জন্য কাজে লাগবে। দর্শনার্থীদেরও কাজে লাগবে। গবেষণার জন্য আমাদের আরও জাহাজ লাগবে। সমুদ্রের চরিত্র জানতে হবে। এসব জানতে বিস্তারিত গবেষণা দরকার।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘বঙ্গবন্ধু ট্রাস্ট এর মাধ্যমে প্রায় ১৬০০-এর ওপরে শিক্ষার্থী প্রতি মাসে শিক্ষাবৃত্তি পাচ্ছে। একুশে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের পরিবারের প্রায় ১৮০০ জনকে আমরা প্রতিমাসে অনুদান দেই। তবে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দেই শিক্ষাকে।’

ডিজিটাল বাংলাদেশ গঠনের ব্যাপারে প্রধানমন্ত্রী বলেন, ‘বেতবুনিয়াতে ভূ-উপগ্রহকেন্দ্র স্থাপন করেছেন বঙ্গবন্ধু। আমরা শিগগিরই বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ করতে যাচ্ছি। একসময় কম্পিউটার কিনতে অনেক টাকা লাগতো। কিন্তু আমরা আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর ট্যাক্স তুলে দিলাম। দাম কমে যাওয়ায় সবার কাছে কম্পিউটার পৌঁছেছে এখন। মোবাইল ও কম্পিউটার এখন সবার সাধ্যের মধ্যে। দেশ এগিয়ে যাচ্ছে।’

বাংলা ইনসাইডার/আরকে/জেডএ

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭