কালার ইনসাইড

ধর্ম অবমাননার অভিযোগে দিল্লির হাইকোর্টে আদিপুরুষের বিরুদ্ধে মামলা


প্রকাশ: 17/06/2023


Thumbnail

মুক্তি পেল বলিউডের জনপ্রিয় অভিনয়শিল্পী প্রভাস ও কৃতি শ্যানন বহুল আলোচিত সিনেমা ‘আদিপুরুষ’। তবে এ সিনেমার ট্রেইলার প্রকাশের পর থেকেই একে ঘিরে সূত্রপাত হয়েছে নানা বিতর্কের। ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগ উঠে এসেছে এ সিনেমাটিকে ঘিরে। ‘আদিপুরুষ’-এ রাম ও রামায়ণ-এর অপমান’ বলে অভিযোগ তুলে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছে হিন্দু সেনা।

শুক্রবার (১৬ জুন) মুক্তি পেয়েছে ‘আদিপুরুষ’। এ উপলক্ষ্যে প্রেক্ষাগৃহের বাইরে ভক্তদের উন্মাদনা ছিল দেখার মতো। আতসবাজিসহ ঢোল-তাসা ও নাচের সঙ্গে হয় এর উদযাপন। অথচ উৎসবমুখর পরিবেশে মুক্তির দিনই আইনি জটিলতায় পড়ল ‘আদিপুরুষ’।

অভিযোগনামায় ‘আদিপুরুষ’-এর যেসমস্ত দৃশ্যে রাম-সীতা, হনুমান এবং রাবণকে ভুলভাবে দেখানো হয়েছে, সেসমস্ত দৃশ্য ছেঁটে ফেলা বা সংশোধন করার দাবি জনানো হয়েছে। এছাড়া মহর্ষি বাল্মীকির লেখা ‘রামায়ণ’ কিংবা ‘রামচরিতমানস’-এ যেরকম বর্ণনা রয়েছে, তার সঙ্গে কোনো মিল নেই এ সিনেমাতে দেখানো ধর্মীয় চরিত্রগুলোর। হিন্দু ব্রাহ্মণ রাবণকে বিকৃত করে যে ভয়ংকর মুখ দেখানো হয়েছে, তা হিন্দু সভ্যতার সম্পূর্ণ অপমান। তথ্য বিকৃতি ছাড়া আর কিছুই নয়।

তবে সব সমালোচনা পেছনে ফেলে প্রথমদিনেই বাজিমাত করেছে সিনেমাটি। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী, ওপেনিং ডেতে প্রায় ৭০ কোটি ছাড়িয়ে গেছে ‘আদিপুরুষ’-এর আয়।

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭