ইনসাইড গ্রাউন্ড

১৯৯তম ম্যাচে রাতে মাঠে নামবেন ক্রিস্টিয়ানো রোনালদো


প্রকাশ: 17/06/2023


Thumbnail

ইউরো বাছাইয়ে ‘জে’ গ্রুপের ম্যাচে বসনিয়া হার্জেগোভিনার বিরুদ্ধে রাতে লিসবনের এসএল বেনিফিকা মাঠে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। ক্লাব ফুটবলের মৌসুম শেষে জাতীয় দলের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছেন সিআরসেভেন। জাতীয় দলের জার্সি গায়ে আজ নিজের ১৯৯তম ম্যাচ খেলবেন এই কিংবদন্তি।

সৌদি ক্লাব আল-নাসরের সঙ্গে চলতি মৌসুমের ব্যস্ততা শেষে এবার দেশের হয়ে প্রতিনিধিত্বের দায়িত্ব সিআরসেভেনের। বয়স ৩৮ হলেও, মাঠের পারফরম্যান্সে এখনো সেই আগের তেজ। বিশ্বকাপের পর অনেকেই ভেবেছিল, পর্তুগালের হয়ে হয়তো ক্যারিয়ারটাই শেষ হয়ে গেছে পর্তুগিজ বরপুত্র রনের। তবে, ইউরো বাছাইয়ে স্কোয়াডে রোনালদোর উপস্থিতি ভক্তদের মনে আশার সঞ্চার ঘটিয়েছে।

ইউরো বাছাইয়ে বসনিয়ার বিপক্ষে ম্যাচে আলাদা নজর থাকবে রোনালদোর দিকেই। জাতীয় দলের জার্সিতে ১৯৯তম ম্যাচটিতে মাঠে নামার প্রহর গুনছেন সিআরসেভেন। ইউরো বাছাইয়ে বসনিয়ার বিপক্ষে অতীত পরিসংখ্যানটা পর্তুগালের পক্ষেই কথা বলছে। এর আগে ইউরো বাছাইয়ে দুইবারের দেখায় একটিতে জয় পেয়েছে সেলেকাও। 

‘জে’ গ্রুপে এখন পর্যন্ত খেলা দুই ম্যাচের দুটিতেই জয় আছে রবার্তো মার্তিনেজ শিষ্যদের। ইউরো বাছাইয়ে নিজেদের গ্রুপে লিখটেনস্টেইন ও লুক্সেমবার্গের বিপক্ষে জয় নিয়ে গ্রুপের শীর্ষে অবস্থান পর্তুগিজদের।

এদিকে, রোনালদোর সঙ্গে কোচ মার্তিনেজ স্কোয়াডে পাচ্ছেন ফেলিক্স, বার্নান্দো সিলভা, গনসালো রামোসদের। নুনো মেন্দেস ইনজুরিতে থাকায় রাফায়েল গুরেইরোকে রেখে স্কোয়াড সাজাচ্ছেন কোচ। 

অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে জয়ের লক্ষ্য পর্তুগিজদের। পর্তুগালের লিসবনে স্তাদিও দো স্পোর্ট এ বেনফিকায় ম্যাচটি শুরু হবে রবিবার (১৮ জুন) বাংলাদেশ সময় দিবাগত রাত পৌনে ১টায়।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭