ওয়ার্ল্ড ইনসাইড

ফিলিপাইনে অগ্নিকাণ্ডের কবলে জাহাজ, আশঙ্কায় ১২০ আরোহীর প্রাণ


প্রকাশ: 18/06/2023


Thumbnail

ফিলিপাইনে সাগরে ১২০ জন আরোহী নিয়ে অগ্নিকাণ্ডের কবলে পড়েছে একটি জাহাজ। দেশটির বোহোল দ্বীপের কাছে আজ রোববার এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।

এরই মধ্যে জাহাজটিতে উদ্ধারকাজ চালাতে একটি জাহাজ নিয়ে ঘটনাস্থলে পৌঁছে গেছেন কোস্টগার্ড সদস্যরা। সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

এমভি এস্পেরানজা স্টার নামে ওই জাহাজের কিছু ভিডিও প্রকাশ করেছে কোস্টগার্ড। ভিডিওগুলোতে দেখা যায়, জাহাজটির পেছনের অংশ থেকে কালো ধোঁয়া বের হচ্ছে।

কোস্টগার্ড জানিয়েছে, জাহাজটি আজ রোববার ভোরে সিকুইজোর প্রদেশ থেকে মধ্য ফিলিপাইনের বোহোল প্রদেশের দিকে যাচ্ছিল।

এখন পর্যন্ত কতজনকে উদ্ধার করা হয়েছে কিংবা হতাহত হয়েছে কিনা তা জানায়নি কোস্টগার্ড।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭