ইনসাইড গ্রাউন্ড

বেঁচে থাকুক ভালোবাসা


প্রকাশ: 18/06/2023


Thumbnail

বাইরে উজ্জল হাসিমুখ ভেতরে উদ্বিগ্ন একজন। যেখানে সন্তান পরিবারের সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার প্রবল ইচ্ছা তিনিই তো বাবা। কখনো রাসভারী রুপে কখনো স্নেহের মায়ার বাঁধনে আগলে রাখে। জুন মাসের তৃতীয় রোববার আজ, ‘বিশ্ব বাবা দিবস’। বাবার প্রতি শ্রদ্ধা জানিয়ে সারা বিশ্বে এ দিবসটি পালন করা হয়।

তাই এই দিবসে বাবার প্রতি ভালোবাসা জানাতে ভুল করেনি বাংলাদেশের ক্রিকেটাররা। শত ব্যাস্ত থাকার পরও বাবাকে নিয়ে আবেগক্ষন বার্তা দিয়েছেন। জাতীয় দলের তারকা ক্রিকেটার মুশফিকুর রহীম বলেন ‘মিরপুর, গ্যাবা বা লর্ডস, আমার সুপারহিরো বাবা সব সময় আমাকে ও বাংলাদেশ দলকে সমর্থন দিতে উপস্থিত থাকেন। তার দোয়া সব সময় আমাকে দেশের হয়ে ভালো করতে অনুপ্রেরণা জোগায়। তোমাকে ভালোবাসি বাবা’।

মুশফিকের পাশাপাশি জাতীয় দলের আরেক ক্রিকেটার লিটন কুমার দাশ তার ভেরিফাইড ফেসবুক পেজে বাবার ছবি দিয়ে লিখেছেন ‘হ্যাপি ফাদার্স ডে’। 

আপতত জাতীয় দলের বাহিরে থাকা আরেক ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদও আবেগক্ষন বার্তা দিয়েছে বাবাকে নিয়ে। ‘তোমার অনুপ্রেরণা, তোমার স্নেহ, তোমার শাসন, তোমার ভালোবাসা অতুলনীয়। তোমাকে অনেক ভালোবাসি বাবা। আজ বাবা দিবসে সকল বাবাকে জানাই বিনম্র শ্রদ্ধা, অজস্র ভালোবাসা ও দোয়া’। 

বাবা দিবসে বাবার ত্যাগের কথা তুলে ধরে ক্রিকেটে সব থেকে বড় নাম শচীন টেন্ডুলকার হার্দিক পান্ডিয়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে শ্রদ্ধা জানিয়েছেন।

ক্রিকেটারদের বাহিরে ফুটবলার লিওনেল মেসি নিজের বাবাকে ভালোবেসে তাকে সব সময়ের জন্য কাছে পেতে তার ম্যানেজার বানিয়ে নিয়েছে। এমনকি নেইমারও তার বাবার টানে তাকেও তার ম্যানেজার করে নিয়েছে।

এভাবে যুগের পর যুগ ভালোবাসা অটুট থাকুক বাবা-ছেলের মাঝে। বাবা দিবসে পৃথিবীর সকল বাবার প্রতি ভালোবাসা। উচ্চস্বরে চিৎকার করে বাবাদের বলতে চাই ‘ভালোবাসি বাবা’!



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭