ইনসাইড বাংলাদেশ

বাংলাদেশে ঈদুল আজহা'র সম্ভাবনা ২৯ জুন


প্রকাশ: 18/06/2023


Thumbnail

আরবি বছরের শেষ মাস জিলহজের চাঁদ দেখা গেছে সৌদি আরবে। ফলে আগামী ২৮ জুন দেশটিতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। স্থানীয় সময় রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছে সৌদির চাঁদ দেখা কমিটি।

এদিকে বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা কবে উদযাপিত হবে, তা জানতে আগামীকাল বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি। সোমবার (১৯ জুন) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে হবে এ বৈঠক। এতে জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান সভাপতিত্ব করবেন।

সাধারণত সৌদি আরবে যেদিন ঈদুল আজহা উদযাপিত হয় ঠিক পরের দিন বাংলাদেশে ঈদুল আজহা উদযাপিত হয়ে আসছে।  সে হিসেবে, বাংলাদেশে ঈদ উদযাপিত হবে ২৯ জুন।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭