ইনসাইড গ্রাউন্ড

সাদা বলে নাঈম শেখের প্রত্যাবর্তন


প্রকাশ: 19/06/2023


Thumbnail

স্লো ব্যাটিং কিংবা নিজের জন্য খেলে দলের প্রয়েজনে নাঈম বড্ড স্বার্থপর এমন বিশেষণ আছে তরুন বাংলাদেশ দলের ক্রিকেটার নাঈম শেখের নামের। তবুও ইয়াসির আলী রাব্বীর বিদায়ে দশ মাস পর আবারও জাতীয় দলের ক্যাম্পে  ডাক পেয়েছেন এই বাঁহাতি ব্যাটার। ঢাকা প্রিমিয়ার লিগে সব থেকে বেশি রান করে নজর কেড়েছে টিম ম্যানেজমেন্টের। তাই অতীতের ভুল থেকে নাঈম নতুন করে নতুন কোচের অধীনে নিজেকে শতভাগ উজাড় করে খেলতে চান। অনভিজ্ঞ হবার কারণে সে সময়ে অনেক ভুল করেছেন না বুঝে। এখন নাঈম শেখ লিস্ট ক্যারিয়ারে অনেকটা ভিজ্ঞ বলা চলে। তাই এ বিষয়ে নাঈম বলেন, ‘আমার এর আগে যখন অভিষেক হয়েছিলো তখন আমার লিস্ট এ ক্যারিয়ারে খুব কম ম্যাচ ছিলো কিন্তু এখন আমি প্রায় ৭০টির উপরে লিস্ট এ ম্যাচ খেলেছি। তাই আস্তে আস্তে আমি অভিজ্ঞতা অর্জন করেছি। এখন নিজেকে নিয়ে অনেক আশাবাদী।’

ঢাকা প্রিমিয়ার লিগে ১টি শতকের পাশাপাশি ১০টা অর্ধশতক হাকানো নাঈম শেখ ৭১ গড়ে করেছেন ৯৩২ রান। কিভাবে নিজেকে এমনটা বদলে ফেললেন নাঈম এমন প্রশ্নে তিনি জানান, ‘দেখুন, আগে আমি যখন একটি ফিফটি করতাম তখন পরের গেমের জন্য রিলাক্স হয়ে যেতাম। এখন মেন্টালিটি পরির্বতন করেছি। দলের প্রয়েজনে খেলার ধরন পাল্টে ফেলে এ্যাটাকিং ক্রিকেটের দিকে আমি মনোযোগ দিয়েছি। হয়তোবা এর কারণেই এমন সাফল্য পেয়েছি।’

খালেদ মাহমুদ সুজনকে নিয়ে কাজ করেই কি এমন পরির্বতন এ প্রশ্নে তিনি বলেন, ‘দেখুন, আমি একটি শতক করেছি প্রিমিয়ার লিগে আর বেশিভাগই হাফ সেঞ্চুরি। সুজন স্যার আমাকে বলেছে, যেদিন এই ছোট ছোট ভুলগুলো শুধরাতে পারবো তখনই আমি এর থেকে বেটার খেলোয়াড় হব।’

কয়েক মাস পর সামনে ভারতে বিশ্বকাপ সেটা নিয়ে কি ভাবছেন আপনি? ভারত বিশ্বকাপে শতক করতে চান কিনা? এমন প্রশ্নে তিনি বলেন, ‘প্রত্যেক ক্রিকেটারের বিশ্বকাপ নিয়ে স্বপ্ন থাকে। আমারও তার ব্যতিক্রম নয়। আর একটা না আমি অনেক গুলো শতক করতে চাই।’

এশিয়ার মাঠে খেলা তাই চেনা কন্ডিশনে বাংলাদেশকে কি চ্যাম্পিয়ান হতে পারে? তিনি আরও বলেন, ‘এ বিশ্বকাপে সবার ভিতরে একটাই বিশ্বাস ভালো করতে চান সবাই। বাংলাদেশকে নিয়ে এগিয়ে যেতে চান।’

নাঈমের মত দেশের জনগণও মুখিয়ে আছে লাল- সবুজের প্রতিনিধিরা বিশ্বকাপে অপ্রতিরোধ্য হয়ে জয় ছিনিয়ে আনুক।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭