ইনসাইড গ্রাউন্ড

শ্বাসরুদ্ধকর জয়ে অ্যাশেজ শুরু অস্ট্রেলিয়ার


প্রকাশ: 21/06/2023


Thumbnail

ভারতকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা অস্ট্রেলিয়া অ্যাশেজে এসেও নিজেদের আধিপত্য বজায় রেখেছে। সিরিজের প্রথম টেস্টের শেষ দিনে দুই উইকেটের দুর্দান্ত জয় পেয়েছে অজিরা। এর ফলে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া।

এজবাস্টনে প্রথম দিন ইংল্যান্ডের আগেভাগে ইনিংস ঘোষণার পরের দিন চলে অজিদের দাপট। এরপর থেমে থেমে টানা তিন দিনই বৃষ্টির বাঘড়া। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে শেষ পর্যন্ত টানটান উত্তেজনা তৈরি হয়। যেখানে শ্বাসরুদ্ধকর জয় তুলে নিয়েছে সফরকারী অস্ট্রেলিয়া।

মঙ্গলবার (২০ জুন) অ্যাশেজ সিরিজের প্রথম ম্যাচ শেষে ইংল্যান্ডকে ২ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। জো রুটের সেঞ্চুরির পর ৩৯৩ রানে প্রথম ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা। রুট অপরাজিত থাকেন ১১৮ রানে। উসমান খাজার সেঞ্চুরিতে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে করে ৩৮৬ রান। খাজা ৩২১ বলে করেন ১৪১ রান। দ্বিতীয় ইনিংসে বেন স্টোকসরা ২৭২ রান করলে জয়ের জন্য ২৮১ রানের টার্গেট পায় অজিরা।

অস্ট্রেলিয়া লক্ষ্য তাড়া করতে নামা ম্যাচে দৃশ্যপট পরিবর্তন হয়েছে বারবার। তবে একপ্রান্ত আগলে ধরে খেলছিলেন প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান খাজা। 

ম্যাচের মোড় ঘুরে যায় উসমান খাজা আউট হলে। বেন স্টোকসের ওয়াইড লেন্থের এক ডেলিভারিতে ইনসাইড এজ হয়ে বোল্ড হন তিনি। তখনও জয়ের জন্য অজিদের দরকার ছিল ৭২ রান ।

অস্ট্রেলিয়ার জয়ের পেছনে বড় ভূমিকা পালন করে অধিনায়ক প্যাট কামিন্সের ইনিংস। ৭৩ বলে অপরাজিত ৪৪ রান করেন এ পেসার। তাকে যোগ্য সঙ্গ দেন নাথান লায়ন। ২৮ বলে ১৬ রান করেন  তিনি।

ইংল্যান্ডের হয়ে শেষ ইনিংসে ৩টি উইকেট নেন স্টুয়ার্ট ব্রড। ২টি উইকেট পান অলি রবিনসন। একটি করে উইকেট নেন মঈন আলি, জো রুট ও বেন স্টোকস। পুরো টেস্টে সবচেয়ে বেশি ৮টি উইকেট নিয়েছেন লায়ন।



এবারের অ্যাশেজের আগে ইংল্যান্ডের বাজবল স্টাইলকে নিয়ে প্রচুর কথা হয়েছে। ব্রেন্ডন ম্যাককলামের এই ঘরানার ক্রিকেটকে চ্যালেঞ্জই করেছিল অস্ট্রেলিয়া। স্টিভ স্মিথরাও বারবার বলেছেন, তারা বাজবল স্টাইলের বিপরীতে খেলতে প্রস্তুত। চ্যালেঞ্জ দিয়েই ইংল্যান্ডের ঘরের মাঠে তাদের হারিয়েছে প্যাট কামিন্স বাহিনী।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭