ইনসাইড গ্রাউন্ড

অধিনায়কত্ব হারানোর পথে রোহিত শর্মা


প্রকাশ: 21/06/2023


Thumbnail

ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ২০৯ রানের বিশাল ব্যবধানে হেরেছে ভারত। এই পরাজয়ের পর থেকে রোহিত শর্মার অধিনায়কত্ব নিয়ে চলছে তুমুল সমালোচনা। আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফর শেষে অধিনায়কত্ব হারাতে পারেন ভারতীয় এই তারকা ব্যাটার।

২০২১ ও ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০২১ ও ২০২৩ সালের টেস্ট চ্যাম্পিয়নশিপ কিংবা ২০২২ সালের এশিয়া কাপে অধিনায়ক হিসেবে ব্যর্থ হয়েছেন রোহিত। আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়েও এখন আর কিছুই করতে পারছেন না তিনি। হিটম্যানের ম্যাজিক যেন শেষ!

এ বছরের ওয়ানডে বিশ্বকাপের বাকি ৪ মাসেরও কম। নিজেদের মাটিতে বিশ্বকাপের আগে কপালে চিন্তার ভাঁজ ভারতীয় বোর্ড কর্তাদের। যার প্রধান কারণ রোহিতের অফফর্ম। বিশেষ করে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাজেভাবে হারের পর তাকে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দেয়ার পক্ষে বোর্ডের একাংশ।

তবে বিশ্বকাপের আগ মুহূর্তে অধিনায়ক বদলের মতো সিদ্ধান্তে নষ্ট হতে পারে ড্রেসিংরুমের পরিবেশ। তাই হয়তো এমন কঠিন সিদ্ধান্ত যাবে না বিসিসিআই। তবে গণমাধ্যমে গুঞ্জন উঠেছে, এই মুহূর্তে এক ফরম্যাটের ক্যাপ্টেন্সি হারাতে পারেন রোহিত। হার্দিক পান্ডিয়াকে স্থায়ীভাবে টি-টোয়েন্টির অধিনায়কত্ব দিতে চাইছে রজার বিনি-জয় শাহের বোর্ড।

পরফরমেন্স এবং অধিনায়কত্ব কিছুই হচ্ছে না ঠিকঠাক। কয়েক বছর আগে যারা ভারতের সব ফরম্যাটের নেতৃত্বে রোহিতকে চেয়েছিলেন তাদের কণ্ঠেই এখন 'রোহিত হটাও' স্লোগান।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭