ইনসাইড গ্রাউন্ড

প্রথমবারের মত ব্যালন ডি’অর জয়ের ব্যাপারে আশাবাদী এমবাপ্পে


প্রকাশ: 21/06/2023


Thumbnail

এবারের ব্যালন ডি’অর পাবার দৌড়ে সবার থেকে এগিয়ে আছেন আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি যার ঝুলিতে আছে সাতটি ব্যালন ডি’অর এবং প্রথমবারের মত ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান তারকা আর্লিং হালান্ড। তবে ক্লাব ও দেশের হয়ে ধারাবাহিক সাফল্যের জন্য নিজেকে ব্যালন ডি’অরের যোগ্য দাবিদার মনে করছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে।

 দেশকে বিশ্বচ্যাম্পিয়ন করতে না পারলেও আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালে হ্যাটট্রিক করেছিলেন এমবাপ্পে। পিএসজির লিগ ওয়ান জয়ের পেছনেও রয়েছে তার গুরুত্বপূর্ণ অবদান।

আন্তর্জাতিক ও ক্লাব ফুটবলে সফল মৌসুম শেষ করার পর ব্যালন ডি’অর জয়ে আত্মবিশ্বাসী ফরাসি স্ট্রাইকার।

ইউরো বাছাই পর্বের ম্যাচ শেষে এমবাপ্পেকে প্রশ্ন করা হয়, এবার কি আপনি ব্যালেন ডি’অর জিততে পারবেন? জবাবে বলেন, ‘ব্যালন ডিঅ’র? ব্যক্তিগত ট্রফি জয় নিয়ে কথা বলা খুব কঠিন। তাহলে নিজেকে এগিয়ে রাখতে হয়। তবে আবার সাধারণ মানুষ হয়তো ভালোভাবে নেবে না।

আমি কি ব্যালন ডি’অর জিততে পারব? নতুন মানদণ্ড কী? পয়েন্ট হিসাব হবে কী করে? দৃষ্টিনন্দন খেলা, গোল করা, না প্রভাব তৈরি করতে পারা? মনে হয় আমি এগুলোর সবগুলোতেই মানানসই। আমি তো বলব, জিততেই পারি। যদিও সবটাই নির্ভর করবে ভোটের ওপর। আমি সব সময় আশাবাদী।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭