ইনসাইড গ্রাউন্ড

ইমাজিং এশিয়া কাপে ইতিহাস লেখা হল না বাংলাদেশের


প্রকাশ: 21/06/2023


Thumbnail

পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনালে রোমাঞ্চকর জয় পেয়ে নারী ইমার্জিং এশিয়া কাপের ফাইনালে উঠেছিল বাংলাদেশ। তবে শিরোপা মঞ্চে ভারতের বিপক্ষে ব্যাটিং ব্যর্থতায় পুড়তে হয়েছে লতা মণ্ডলের দলকে। বুধবার (২১জুন) হংকংয়ে বাংলাদেশ নারী 'এ' দলকে ৩১  রানে হারিয়ে প্রথমবারের মতোন আয়োজিত নারী ইমার্জিং এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে ভারত 'এ' দল।

আগে ব্যাট করা ভারতকে ১২৭ রানে আটকে রাখলেও টপ অর্ডারের ব্যর্থতায় পারা যায়নি। পুরো ১৯.২ ওভার খেলে বাংলাদেশের মেয়েরা করতে পারে ৯৬ রান। বাংলাদেশের ব্যাটারদের আসা-যাওয়ার মিছিলে সর্বোচ্চ সংগ্রহ নাদিয়ার। ২২ বলে ১টি চারে তিনি করেছেন অপরাজিত ১৭ রান। ভারতের পক্ষে শ্রেয়াঙ্কা পাতিল ১৩ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। ৩ উইকেট নিতে ২০ রান দিয়েছেন মান্নাত কাশ্যপ।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭