ইনসাইড গ্রাউন্ড

ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার পয়েন্ট কাটা, সঙ্গে জরিমানা


প্রকাশ: 22/06/2023


Thumbnail

চলমান অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টেই জয় তুলে নিয়েছে অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের ‘বাজবল’ পরিকল্পনাকে গুঁড়িয়ে রুদ্ধশ্বাস জয় পেয়েছে অজিরা। এ জয়ের রেশ কাটতে না কাটতে জরিমানা গুনতে হয়েছে প্যাট ক্যামিন্সদের। অন্যদিকে ম্যাচ হেরে শাস্তির মুখে পড়েছে ইংলিশ ক্রিকেটাররাও।

আইসিসি আচরণ বিধির ধারা ২.২২ অনুযায়ী, নির্ধারিত সময়ে দুইটি করে ওভার কম বোলিং করেছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। দলের প্রতিটি ক্রিকেটারকে ওভার প্রতি ম্যাচ ফি’র ২০ শতাংশ করে জরিমানা করা হয়। দুই ওভারের জন্য ৪০ শতাংশ জরিমানা করা হয়। এছাড়াও, আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্লেয়িং কন্ডিশনের আর্টিকেল ১৬.১১.২ ধারা অনুযায়ী, প্রতিটি ওভার কম করার জন্য দুই পয়েন্ট জরিমানা করা হয়। যা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট থেকে কাটা হবে।

দুই দলকে শাস্তি দেন আইসিসির এলিট প্যানেলের ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট। অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স ও ইংল্যান্ডের বেন স্টোকস শাস্তি মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি। ২টি করে পয়েন্ট কেটে নেওয়ায় টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৩-২৫ চক্রে অস্ট্রেলিয়ার পয়েন্ট এখন ১০। আর ইংল্যান্ডের পয়েন্ট এখন - ২। সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়া ২ উইকেটে হারায় ইংল্যান্ডকে। আগামী ২৮ জুন থেকে লর্ডসে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭