ইনসাইড পলিটিক্স

আওয়ামী লীগ যাদের হাত ধরে ৭৪ বছরে


প্রকাশ: 23/06/2023


Thumbnail

আওয়ামী প্রতিষ্ঠা হয় জনগণের মৌলিক অধিকার, বাক-স্বাধীনতা, দল গঠনের স্বাধীনতা, নারী-পুরুষ বৈষম্য এবং সর্বোপরি জনগণের কল্যাণের জন্য এই দলটির আত্মপ্রকাশ ঘটে। এই দলটি শুরু থেকে বিভিন্ন গুণী নেতৃত্ব, মহান ব্যক্তিত্ব পেয়েছে- তার মধ্যে মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অন্যতম। প্রতিষ্ঠাকালীন সময়ে এই দলটির নেতৃত্বে ছিলেন মওলানা আবদুল হামিদ খান ভাসানী। তার পরবর্তী ছিলেন মওলানা আবদুর রশীদ তর্কবাগীশ। 

এর পর স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু আওয়ামী লীগের নেতৃত্ব পায় ১৯৬৬ সনে। ওই সময় সাধারণ সম্পাদক ছিলেন তাজউদ্দিন আহমেদ। পরবর্তীতে বিভিন্ন সময় গুণী লোক এই দলটির সভাপতি হয়েছেন। জাতির পিতার কন্যা জননেত্রী শেখ হাসিনা ১৯৮১ সালে এই দলটির নেতৃত্ব পায়। সেই থেকে দীর্ঘ ৪২ বছর এই দলটিকে যোগ্যতার সাথে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। তার দক্ষতার নেতৃত্বে এই দলটি এখন রাষ্ট্র ক্ষমতায় বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। 

এই দলটির শুরু থেকে যারা শ্রম ও মেধার যোগ্যতার ভিত্তিতে সভাপতি ও সাধারণ সম্পাদক হয়েছেন তার একটি তালিকা নিচে দেওয়া হলো: -





প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭